শোভন মণ্ডল
কারর বুকে আর আলো খুঁজতে যাই না
ভালবাসা আসলে কোনও আলোর নাম নয়
একটা বিন্দু আর তার চারপাশে ঘুরে যাওয়া মন
এই নিয়ে আমাদের সম্পর্কের গ্যালাক্সি
অস্বীকার করা সহজ নয়
চিরন্তন একটা সত্যের মতো একটা উজ্জ্বল বিন্দু
এই পর্যন্তই আমাকে ভাবিয়ে রেখেছে
কারর বুকে আর আলো খুঁজতে যাই না
সমস্ত আলোই শুষে নিয়েছে মহাকালের অনন্ত ব্ল্যাক-হোল
তাকে অস্বীকার করা তো সহজ নয়!
------------------------
Sovan Mondal
Kunjamoni apartment,
Block-C, 4P,
Police para, Panchpota,
Garia, Kol-152
No comments:
Post a Comment