অণুগল্প ।। অন্তরা ।। অগ্নিমিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

অণুগল্প ।। অন্তরা ।। অগ্নিমিত্র

 

অন্তরা

 অগ্নিমিত্র 


 অন্তরার উপস্থিতির কথা বুঝেছি অনেকবার। আমি কিছু ভুল কাজ করতে গেলেই অন্তরা বাধা দেয়। আমার ভুল ধরিয়ে দেয়। কিন্তু ধরা দেয় না অন্তরা। তার কন্ঠ শুনি, যেন তার সুঘ্রাণও পাই। তবে তাকে দেখি না। 
  আমার বন্ধুদের অন্তরার কথা বলিনি। তারা বুঝবে না। নলিনীকে শুধু বলেছিলাম। সে শুনে মনে মনে জ্বলে পুড়ে গিয়েছিল। বলেছিল-' এই অন্তরা কে? দেখিও তো আমাকে। লজ্জা করে না একসাথে দুটো মেয়েকে ঘোরাতে?' 
  অনেক চেষ্টার পরেও আমি অন্তরাকে দেখাতে পারিনি। কী করে দেখাবো, আমি তো নিজেই দেখিনি।...
  এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে। নলিনী আমাকে এক মনোবিদের কাছে নিয়ে যায়।  সে বলে যে আমার মতো সবারই নাকি দ্বৈত সত্তা থাকে। এর বেশি কিছু বলেনি সে ।...
  আজকাল চোখ বুজলে যেন অন্তরাকে আবছা আবছা দেখি।.. 
  পরশু বিয়ে করছি নলিনীকে। নলিনী বলেছে যে আমি আধ-পাগল ও এটা জেনেও সে আমাকে বিয়ে করছে। এটা যেন আমি মনে রাখি।...
 অন্তরা বলল-' নলিনী ভালো মেয়ে। তোমার ভালো চাকরি হয়েওছে তো। ভালোই হবে সব। '
  বিয়ের আগের দিন আয়নার সামনে দাঁড়িয়ে যেন অন্তরাকে দেখলাম..। মনে হলো, ও আমার অর্ধেকটা।
  মনোবিদকে আবার ফোন করলাম।..সে বলল-' আপনি এত ভাববেন না। অন্তরার কথা শুনবেন শুধু।..আর নলিনীকে আর অন্তরার কথা বলবেন না।'
  অন্তরা মনে হয় অন্তরেই থেকে যাবে..।..


No comments:

Post a Comment