কবিতা ।। শ্রাবণের ধারার মতো ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। শ্রাবণের ধারার মতো ।। জয়শ্রী সরকার

 শ্রাবণের ধারার মতো 

 জয়শ্রী সরকার 


বৃষ্টি নামেতে দেখি যাদুমেঘ আছে
শ্রাবণের ধারা এসে ওই আসে কাছে।
কাঠফাটা মাটি ছিল ভুখা এতদিন
বরষারই জল খেয়ে নাচে ধিনা ধিন্!

কদমের ডালে বসে ওই সাদা বক
আপন খেয়ালে মেতে করে বক বক।
ময়ূরেরই নাচ দেখি পেখম তুলে
চাষিবউ মাঠে নামে শোক-তাপ ভুলে!

শ্রাবণের ধারা যেন মনে আনে সুখ
রবিঠাকুরের গানে ভরে ওঠে বুক।
গ্রীষ্মেরই দাবদাহ বনভূমি সয়
শ্রাবণধারাতে ওরা ঋতুমতী হয়!

ব্যাঙেদের সমবেত কন্ঠেরই ডাক
সুরে-তালে-ছন্দেতে লেগে যায় তাক।
গরীবের কুড়ে ঘর নদী হয়ে যায়
পেটেতে আগুন জ্বলে দ্বিগুণ জ্বালায়!

রবিঠাকুরের লেখা 'সোনার তরী জো'
একা একা আনমনে শুধুই পড়ি।
বরষার ছবি দেখে আজকের কবি
অক্ষর-তুলি দিয়ে এঁকে যায় ছবি!

********************

জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬




No comments:

Post a Comment