পথহারা
মলয় সরকার
যে নদীটি আজ বালিতে হারায় ধারা,
ডেকে তোল তাকে—
এমনি করেই কত নদ নদী হারিয়ে ফেলেছে পথ
জীবন কেটেছে সারা,
পথে পথে আমি ঘুরে ঘুরে দেখি
কত যে সবুজ চারা
শুকিয়ে চলেছে অন্ধ পথের কোণে,
ভাঙতে শেখে নি অন্ধ প্রাচীর কারা।
তুমি তাকে দাও নির্ভরতার ছায়া
সাথে থাক কিছু ভালবাসা আর এতটুকু মায়া—
যে নদীটি আজ ঘুমিয়ে পড়েছে
হীন বল হীন তেজে
তুমি তাকে দাও বলের জোগান—
বন্ধ্যা জমিতে ফলাবে ফসল নিশ্চয় দেখো সে যে।
ভেজা বাতাসের চাপে যে মোমের বাতি
জ্বলতে পারে না ভালো,
তাকে দাও তুমি শুদ্ধ বাতাস—
দেখো একদিন ঘুচাবে সে ঠিক অন্ধকারের কালো।
এমনি করেই কত শত বীজ হারায় সুতিকাগারে,
তুমি পাশে থাকো সেবা কর আজ,
দেখো, নিশ্চয় ভাবী কালে তারা
ঘন ছায়া দিতে পারে।
========
Malay Sarkar
66 H C Dutta Road
Kolkata 700115
No comments:
Post a Comment