কবিতা ।। প্রথম প্রেম ।। তপন মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। প্রথম প্রেম ।। তপন মাইতি

প্রথম প্রেম

তপন মাইতি


এই শহরে মেঘলা হলে 
ছাতিম গন্ধ 
কাঠগোলাপের উঠোন জুড়ে 
বাংলা ছন্দ। 

প্রথম যেদিন কলেজ আসি 
একটি মেয়ে 
ওড়না সুবাস আলতো ছুঁয়ে 
মনটা চেয়ে। 

প্রথম প্রেমের স্পর্শটুকু 
এইটুকু তাই 
মনের স্মৃতি বওয়া ছাড়া 
উপায় আর নাই...

আলতো রোদে বসত যখন 
ক্যান্টিন পাড়া 
লাজুক শিমুল মাথা নিচু 
নেইকো সাড়া।

বিজ্ঞান ক্লাসে পেছন বসে 
সুনীল পড়া 
বললে হয়তো খারাপ ভাবতিস 
ভয়ে মরা।

গাঁয়ের থেকে প্রথম এসে 
এই শহরে 
মধ্যবিত্ত জীবন মরে 
নেই বহরে। 

এখন তুই অন্য কারোর প্রেম 
সামলে রাখি 
প্রথম প্রেমের স্পর্শটুকু
মনে আঁকি 
আলতো রোদে ওড়নার সুবাস 
ভালো থাকি। 

-------------------------
 তপন মাইতি
গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ২৪পরগণা; পিন-৭৪৩৩৮৩; পশ্চিমবঙ্গ। ভারত। 

No comments:

Post a Comment