কবিতা ।। ভালবাসার বন্ধু ।। আশীষ কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। ভালবাসার বন্ধু ।। আশীষ কুমার চক্রবর্তী

ভালবাসার বন্ধু

আশীষ কুমার চক্রবর্তী


বন্ধু যারা তোমরা আছো প্রাণ দিয়ে ভালবাসো,
তোমাদের উপকার  মনে পড়ে বারবার, 
নিঃস্ব আমি কোন কিছু নেই তো দেবার 
কৃতজ্ঞতা সারা জীবন করব স্বীকার। 
উপকার করে যদি কেহ ভালবেসে
বন্ধু ভুলো না তুমি কোনদিন তাকে।

কিছু নেই তবু দিতে মন চায়
এই কথা বলে যেতে সাধ হয়।
তোমরা আছ যত বন্ধু
এই কথা মনে রেখ শুধু।
চাই শুধু  তোমাদের দিতে
প্রতিদিন এসে সুপ্রভাতে। 
ভালবাসা দিয়ে তোমাদের সাথে
শুরু  পথ চলা প্রতিটি সকালে।
হঠাৎ কোনদিন  সুপ্রভাতে
দেখা যদি না পাও  আমাকে।
হারিয়ে গেছি জেনো তারার সে দেশে
আসিব না  আর তোমাদের কাছে।
সুরে সুরে অনুভবে আমাকে পাবে
বন্ধু মিনতি, রেখো কান পেতে।

==============

Ashis kumar Chakrabortty Advocate 16,Avenue South Santoshpur Jadavpur Kolkata-70O O75 
Arpita Apartments Flat no 1A Contact number 9564540360.

No comments:

Post a Comment