ছড়া ।। মেঘ ছুটেছে ।। জগদীশ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

ছড়া ।। মেঘ ছুটেছে ।। জগদীশ মন্ডল

মেঘ ছুটেছে

জগদীশ মন্ডল


বর্ষাকালে প্রকৃতির সাজ 
সবুজ মোড়া মুক্তো,
ছন্নছাড়া মেঘ ছুটেছে 
নেচে ওঠে বুক তো।

ছুটতে ছুটতে ভেসে বেড়ায় 
সারা আকাশ জোড়া, 
নীল পাহাড়ে ছুটে বেড়ায় 
যুদ্ধে যাওয়ার ঘোড়া।

রিমঝিমাঝিম বৃষ্টি পড়ে 
শীতল আঁচল মায়ের,
চাষির মনটি নেচে ওঠে 
এমন ছবি গাঁয়ের।

বৃষ্টি পেয়ে চাষের জমি 
জল টলমল করে,
ট্যাংরা কইয়ের বাচ্চা পোনা 
চাকজালে ধরে।

নদীর পাড়ে উজান জলে 
খ্যাপলা জাল ফেলে, 
চিংড়ি পার্সে ভেটকি ধরে 
বিন্দি পিসির ছেলে।

কখন আঁধার আবার ফর্সা 
খামখেয়ালি মেঘ,
কবির কলম স্বপ্ন আঁকে 
গভীর ভাবাবেগ।

***************

জগদীশ মন্ডল।। নতুন পুকুর রোড।। চড়কডাঙা।। পোস্ট::বারাসাত।। কলকাতা::700124


No comments:

Post a Comment