Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

গ্রন্থ আলোচনা: শর্মিষ্ঠা দেবনাথ


প্রতিবাদ যখন অগ্নিবাণী

বাংলাদেশে নারীমুক্তি ও নারী আন্দোলনের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৯তম জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হল " আসিফা এবং.." কাব্য সংকলনটির মধ্যদিয়ে।সংকলনটির বিশেষত্ব হল,এটি উৎসর্গ করা হয়েছে নারীর সম্মান রক্ষার আন্দোলনের যোগ্যতম ব্যক্তি শহীদ শিক্ষক বরুন বিশ্বাসকে। সংকলক প্রকাশক সন্দীপ সাহু নিজে এবং বিশিষ্ট কবি সাহিত্যিকদের দিয়ে লিখিয়ে নিয়েছেন এমন কিছু কবিতা, যা শুধুমাত্র শব্দ ও ছন্দের অনুবন্ধ নয়, এক একটি অগ্নিবাণী।আসলে জীবনকে দেখার স্বাতন্ত্র‍্যে কবিরা সব সময়ই অগ্রগণ্য এবং অনন্য।যুগ ও জীবন দ্বন্দ্বের কণ্ঠস্বরকে আশ্রয় করে,একদিকে মনের প্রবল দাহ ও অন্যদিকে  নির্যাতিতা শিশুকন্যা ও নারীর প্রতি মনের গভীর আকুলতা থেকে প্রকাশ পেয়েছে "আসিফা এবং" এর  কবিতাগুলি।এক অন্ধকার সময়ের মুখোমুখি আমরা,সেই অন্ধকার আমাদের নিয়ে এসেছে সামাজিক অবক্ষয়ের শেষধাপে যেখানে নৈতিকতা,পাপবোধ,গ্লানিকে সরিয়ে রেখে, সমাজের বানানো নিয়মকে তোয়াক্কা না করে,অনায়াস দক্ষতায় ও ক্ষিপ্রতায় নিজেরই ধর্মচেতনাকে জলাঞ্জলি দিয়ে কিছু মানুষ তার পশুত্বের পরিচয় দিয়েছে ধর্ষণ ও নৃশংসভাবে নির্যাতিকাকে খুন করে। সেই বঞ্চনাপীড়িত, শারীরিক ও মানসিকভাবে মৃত বিবর্ণ মানুষগুলির জন্য আপামরজনসাধারণকে সচেতন ও প্রতিবাদমুখর করে তোলাই "আসিফা এবং" কবিতা সংকলনটির মুখ্য উদ্দেশ্য।সংকলনটি জুড়ে যে বিরানব্বইটি কবিতা আছে তার মধ্যে শুধুমাত্র আসিফা বানুকে নিয়ে লেখা কবিতার সংখ্যা প্রায় কুড়িটি,সংকলনটি যেহেতু নির্দিষ্ট বিষয়ের উপর গ্রন্থিত এবং প্রত্যেকটি কবিতার ভাব ও ভাষা এতটাই নিদারুণ ও মর্মস্পর্শী যে,পাঠকের একঘেয়ে বা ক্লান্তিকর লাগার প্রশ্ন নেই।কবির অন্তর্জাত কবিতাগুলি যেন এক একজন নির্যাতিতার জ্বালাময় মানস বিবর্তন। প্রথম কবিতা বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের " মেয়েদের পাড়ায় পাড়ায়"যেখানে 'সাংবিধানিক অসহায়তার' সুযোগে 'বলাৎকার ও ধর্ষণের পর খুন' হয়ে যাওয়ার পর ' এরকম ঘটেই থাকে / ভেবে লোক কষ্ট তাড়ায়।' আসলে মানুষের ভাবনা 'একটি দন্ডে সমাজ শাসন'(পুরুষাঙ্গের গান- পল্লব কীর্তনীয়া) যে শাসন আসলে শোষণের নামান্তর মাত্র।কবি গৌতম মন্ডলের "আসিফা এবং" কবিতাটিতেই সংকলনটির মূল ব্যঞ্জনা সূচিত  হয়েছে , -' আসিফাও কোন ধর্মের নাম নয়,/অন্যকোথাও হিমানীই তার নাম'।কবি মন্দাক্রান্তা সেনের মতে, আসিফা 'ছোট্ট মেয়েটি --সেই ই/ আমার সভ্যতা,ধর্ম,দেশ/' তাই "আসিফা জাগে" কবিতার বক্তব্য ' আসিফার ইনসাফে জাগে দেশ,তীব্র ঘেন্না মাখা'।ঘটনার অনুষঙ্গে চলে আসা 'কাগজে কলমে নাটকে নভেলে বৌদ্ধিক প্রতিবাদ' কে বিদ্রুপবাণে বিদ্ধ করা হয়েছে ' "মাতৃরূপেন" কবিতায়। কারণ আমরা সবাই 'মানবিকতার কাছে' ' কমিটেড' আর তাই 'ধর্ষক দের কঠোর শাস্তি চাই'(উহাদের দেখে - শতরূপা স্যান্যাল)।কবিতাগুলি যেহেতু ধর্ষণ নামক ভয়ংকর সামাজিক ঘৃণ্য কাজ থেকে উত্তরণের পথের সন্ধান দিতে সংকলিত হয়েছে তাই কবিতাগুলির শৈল্পিকভাবে উপস্থাপনের গুণাগুণ বিচার করা নিরর্থক।তার চেয়ে প্রত্যেকটি কবিতা পাঠের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী ঘটে যাওয়া এই নৃশংসতার বিরুদ্ধে  প্রতিবাদের ঝড় উঠুক সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে। যে ঝড় বিশ্বের একপ্রান্তে তুলেছে সামান্য এক ইয়াজিদি কিশোরী,আর ভারতের মত অন্যপ্রান্তে মৃত্যুমুখী  দামিনী,কামদুনির মৌসুমি, বোলপুরের পারমিতারা। এখানেই "আসিফা এবং" সার্থকতা লাভ করুক।




#
গ্রন্থঃ  "আসিফা এবং"
সংকলকঃ সন্দীপ সাহু
প্রকাশকঃ প্রীতিকণা  প্রকাশনী, কলকাতা
প্রচ্ছদঃ অঙ্কন মাইতি
মূল্যঃ ১৩০ টাকা


==============================================

 






শর্মিষ্ঠা  দেবনাথ
সুকান্ত পল্লী
বোড়াল
কলকাতা








মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩