Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গ্রন্থ আলোচনা: শর্মিষ্ঠা দেবনাথ


প্রতিবাদ যখন অগ্নিবাণী

বাংলাদেশে নারীমুক্তি ও নারী আন্দোলনের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৯তম জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হল " আসিফা এবং.." কাব্য সংকলনটির মধ্যদিয়ে।সংকলনটির বিশেষত্ব হল,এটি উৎসর্গ করা হয়েছে নারীর সম্মান রক্ষার আন্দোলনের যোগ্যতম ব্যক্তি শহীদ শিক্ষক বরুন বিশ্বাসকে। সংকলক প্রকাশক সন্দীপ সাহু নিজে এবং বিশিষ্ট কবি সাহিত্যিকদের দিয়ে লিখিয়ে নিয়েছেন এমন কিছু কবিতা, যা শুধুমাত্র শব্দ ও ছন্দের অনুবন্ধ নয়, এক একটি অগ্নিবাণী।আসলে জীবনকে দেখার স্বাতন্ত্র‍্যে কবিরা সব সময়ই অগ্রগণ্য এবং অনন্য।যুগ ও জীবন দ্বন্দ্বের কণ্ঠস্বরকে আশ্রয় করে,একদিকে মনের প্রবল দাহ ও অন্যদিকে  নির্যাতিতা শিশুকন্যা ও নারীর প্রতি মনের গভীর আকুলতা থেকে প্রকাশ পেয়েছে "আসিফা এবং" এর  কবিতাগুলি।এক অন্ধকার সময়ের মুখোমুখি আমরা,সেই অন্ধকার আমাদের নিয়ে এসেছে সামাজিক অবক্ষয়ের শেষধাপে যেখানে নৈতিকতা,পাপবোধ,গ্লানিকে সরিয়ে রেখে, সমাজের বানানো নিয়মকে তোয়াক্কা না করে,অনায়াস দক্ষতায় ও ক্ষিপ্রতায় নিজেরই ধর্মচেতনাকে জলাঞ্জলি দিয়ে কিছু মানুষ তার পশুত্বের পরিচয় দিয়েছে ধর্ষণ ও নৃশংসভাবে নির্যাতিকাকে খুন করে। সেই বঞ্চনাপীড়িত, শারীরিক ও মানসিকভাবে মৃত বিবর্ণ মানুষগুলির জন্য আপামরজনসাধারণকে সচেতন ও প্রতিবাদমুখর করে তোলাই "আসিফা এবং" কবিতা সংকলনটির মুখ্য উদ্দেশ্য।সংকলনটি জুড়ে যে বিরানব্বইটি কবিতা আছে তার মধ্যে শুধুমাত্র আসিফা বানুকে নিয়ে লেখা কবিতার সংখ্যা প্রায় কুড়িটি,সংকলনটি যেহেতু নির্দিষ্ট বিষয়ের উপর গ্রন্থিত এবং প্রত্যেকটি কবিতার ভাব ও ভাষা এতটাই নিদারুণ ও মর্মস্পর্শী যে,পাঠকের একঘেয়ে বা ক্লান্তিকর লাগার প্রশ্ন নেই।কবির অন্তর্জাত কবিতাগুলি যেন এক একজন নির্যাতিতার জ্বালাময় মানস বিবর্তন। প্রথম কবিতা বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের " মেয়েদের পাড়ায় পাড়ায়"যেখানে 'সাংবিধানিক অসহায়তার' সুযোগে 'বলাৎকার ও ধর্ষণের পর খুন' হয়ে যাওয়ার পর ' এরকম ঘটেই থাকে / ভেবে লোক কষ্ট তাড়ায়।' আসলে মানুষের ভাবনা 'একটি দন্ডে সমাজ শাসন'(পুরুষাঙ্গের গান- পল্লব কীর্তনীয়া) যে শাসন আসলে শোষণের নামান্তর মাত্র।কবি গৌতম মন্ডলের "আসিফা এবং" কবিতাটিতেই সংকলনটির মূল ব্যঞ্জনা সূচিত  হয়েছে , -' আসিফাও কোন ধর্মের নাম নয়,/অন্যকোথাও হিমানীই তার নাম'।কবি মন্দাক্রান্তা সেনের মতে, আসিফা 'ছোট্ট মেয়েটি --সেই ই/ আমার সভ্যতা,ধর্ম,দেশ/' তাই "আসিফা জাগে" কবিতার বক্তব্য ' আসিফার ইনসাফে জাগে দেশ,তীব্র ঘেন্না মাখা'।ঘটনার অনুষঙ্গে চলে আসা 'কাগজে কলমে নাটকে নভেলে বৌদ্ধিক প্রতিবাদ' কে বিদ্রুপবাণে বিদ্ধ করা হয়েছে ' "মাতৃরূপেন" কবিতায়। কারণ আমরা সবাই 'মানবিকতার কাছে' ' কমিটেড' আর তাই 'ধর্ষক দের কঠোর শাস্তি চাই'(উহাদের দেখে - শতরূপা স্যান্যাল)।কবিতাগুলি যেহেতু ধর্ষণ নামক ভয়ংকর সামাজিক ঘৃণ্য কাজ থেকে উত্তরণের পথের সন্ধান দিতে সংকলিত হয়েছে তাই কবিতাগুলির শৈল্পিকভাবে উপস্থাপনের গুণাগুণ বিচার করা নিরর্থক।তার চেয়ে প্রত্যেকটি কবিতা পাঠের মধ্যে দিয়ে বিশ্বব্যাপী ঘটে যাওয়া এই নৃশংসতার বিরুদ্ধে  প্রতিবাদের ঝড় উঠুক সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে। যে ঝড় বিশ্বের একপ্রান্তে তুলেছে সামান্য এক ইয়াজিদি কিশোরী,আর ভারতের মত অন্যপ্রান্তে মৃত্যুমুখী  দামিনী,কামদুনির মৌসুমি, বোলপুরের পারমিতারা। এখানেই "আসিফা এবং" সার্থকতা লাভ করুক।




#
গ্রন্থঃ  "আসিফা এবং"
সংকলকঃ সন্দীপ সাহু
প্রকাশকঃ প্রীতিকণা  প্রকাশনী, কলকাতা
প্রচ্ছদঃ অঙ্কন মাইতি
মূল্যঃ ১৩০ টাকা


==============================================

 






শর্মিষ্ঠা  দেবনাথ
সুকান্ত পল্লী
বোড়াল
কলকাতা








মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত