দীপঙ্কর নস্করের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 21, 2019

দীপঙ্কর নস্করের কবিতা

            বিদায়


বিদায় স্মৃতি মোদের ভাষা
দিনের অতীত ফেলে আসা,
সুখ-দুঃখ যমজ ভাই
এমন সহোদর ভুবনে ঠাঁই।।
মানুষ হাসে যখন খুশি
দুঃখে নামে কান্না মাসি,
ফুল ফুটেছে সূর্যালোকে
বধূ হাঁটে কলসি কাঁকে।।
পল্লী গৃহে বছর শেষে
ধান্য ওঠে উঠান ঘেঁষে,
আনন্দ অশ্রু চাষির চোখে
বছর বিদায় প্রাপ্তি রেখে।।
বিদায় তন্ত্রীতে আগমনী সুর
হর্ষধ্বনি উল্লাসে রজনী মধুর।
ফিরবে না সে কোনদিন
হৃদ আনন্দে ব্যাপ্তি চিরদিন।।
তবু আশা-নিরাশায় বাঁচি
উত্তরোত্তর ভুবনের মাঝে সূচি,
বিদ্বজনের নির্বাণ প্রাপ্তি
সমাজ সংসারে বিদায় আকুতি।।
দিন আসে দিন যায়
শুভেচ্ছা ভালোবাসায় বিদায়,
তবু খুঁজে ফেরে তাঁকে
অশ্রু বিয়গান্ত জরাজীর্ণ বাঁকে।।


---------------------------------------
DIPANKAR NASKAR
ASSISTANT PROFESSOR
DEPARTMENT OF HISTORY
BIDHAN CHANDRA COLLEGE
ASANSOL_04
WEST BENGAL
INDIA

No comments:

Post a Comment