প্রণব কুমার চক্রবর্তীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 21, 2019

প্রণব কুমার চক্রবর্তীর কবিতা




জলে ভেজা জলছবি

            

জল সপসপে চোখের পাতায় 
                               সারাক্ষন ভেসে বেড়াচ্ছে 
কিছু বিমূর্ত স্মৃতি ,
কিছু উপলব্ধি কথা ,

শব্দের জঙ্গল থেকে উঠে আসা
কিছু উদ্ভট স্বপ্নের দংশন
সারাক্ষন বুকের ভেতরটায় জ্বালা ধরায়
মনটাকে করে তোলে
                         একদম আনমনা .....

ঊষর বাদামি বনভূমি দাপিয়ে বেড়ানো
উদীপ্ত 
আরবী মার্কা ঘোড়াগুলো
নিশ্চিত আমাদের এই দেশেরই
তাদের খুরের আঘাতে 
ক্ষতবিক্ষত সাদামাটা মেঠো পথের
          ঘূর্ণায়মান ধুলোয় চারপাশ অনধকার......

প্রতিকূল জ্যোৎস্নায়
ইদানিং সারাক্ষণই লেখা হচ্ছে 
                               যেসব গল্প আর কবিতা
সবটাই যেন জলে ভেজা জলছবি ৷

==================================



প্রণব কুমার চক্রবর্তী  , ৩৭/১ , স্বামী শিবানন্দ রোড , চৌধুরীপাড়া , বারাসাত , কোলকাতা - ৭০০ ১২৪



No comments:

Post a Comment