কান্তিলাল দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 21, 2019

কান্তিলাল দাসের কবিতা


ঝড়



প্রতিটি বছরই ঝড় নিয়ে আসে
ভেঙে যায় পুরানো ও নতুন গাছের কাণ্ডগুলি
বাগানের দৃশ্য দেখে চোখে আর মনে
জল এলে
দোষ দিই কাকে !

একেক বছর ঝড়ে
নিঃশেষ হয়ে যায় মূল্যবান গাছের মতন
আমাদের শিল্প-জ্ঞান-কলা আর
সংস্কৃতির স্তম্ভ মানুষেরা।
হে প্রিয় মুখ,- চলে যাওয়া বিজ্ঞ ও অভিজ্ঞ মুখদল
মুখর হবেনা কোনোদিন আর
সৃষ্টির সৌরভে থাকবে যদিও অমর।
তবু, হারানোর ব্যথা
ঝড় হয়ে দেখা দিল
দু হাজার আঠারোয়
স্তব্ধশোক বিস্ময়ে বাস্তুচ্যূত যেন !

হে প্রণম্য গুণীজন
এই নভোতলে তৃষিত চাতক হয়ে থাকি
যা পেয়েছি ঢের, তবু
পেতে চাই আরো
সকরুন চোখ খোঁজে
আজও দেখি তোমাদের দীপ্র উপস্থিতি
রেখে গেলে বৈদূর্য মণির মতো
অরূপ রতন
সে এক সম্পদ থাক এ মনের মণিকোঠা জুড়ে!

যেন টের পাই
দ্বিজেন- নীরেন- মৃণাল- পিনাকী এঁরা
বলছেন স্মিত হেসে
চলে তো এসেছি এক
অদৃশ্য শিল্প আর কলার তালুকে
যা রেখে এলাম
মন দিয়ে দেখো সব, বুঝো
আমরা এখন
স্টিফেন হকিঙের সঙ্গে দেখা করতে যাচ্ছি
শেখার তো শেষ  নেই
কৃষ্ণগহ্বরটা কেমন, জানার চেষ্টায় আছি সব।
ভালো থেকো।
........

কান্তিলাল দাস
বেলতলা লেন
সিঙ্গুর
হুগলি



No comments:

Post a Comment