স্বপন কুমার বিজলীর ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 21, 2019

স্বপন কুমার বিজলীর ছড়া



হারানো - প্রাপ্তি



বছর শেষে নতুন বছর 
আবার এল ঘুরে 
নতুন বন্ধু জুটল কিছু 
কেউ বা গেল দূরে ।

স্বর্গে যারা গেল চলে 
শিল্পী এবং কবি 
আমার বুকে চিরটা কাল
থাকবে তাদের ছবি ।

নতুন বছর এবার আসুক 
বার্তা বাহক হয়ে 
খুশির খবর সব মানুষের 
জীবনে যাক বয়ে ।

স্বপ্ন ভাঙা মন নিয়ে আজ
হাঁটছে যারা পথে 
এই বছরে হেসে খেলে 
চড়ুক বিজয় রথে ।
------------------------------

স্বপনকুমার বিজলী 
জোকা, কলকাতা , 




No comments:

Post a Comment