পোস্টগুলি

রম্যগল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

রম্যগল্প ।। রোবটের হৃদয়প্রাপ্তি ।। প্রণব কুমার চক্রবর্তী

ছবি
  র ম্য গ ল্প রোবটের হৃদয়প্রাপ্তি প্রণব কুমার চক্রবর্তী             রোবটের হৃদয় প্রাপ্তি!             খবরটা এলাকায় বেশ চাউর হয়ে পড়েছে। এলাকার বাচ্চা থেকে বুড়ো, শিক্ষিত ও অশিক্ষিত মহিলা এবং পুরুষ কেউ বাদ নেই। সবার মুখে একটাই আলোচনা - রোবটের হৃদয় প্রাপ্তি ঘটেছে! নিজের ইচ্ছামত হাঁটছে, চলছে, কথা বার্তা বলছে। বেশ মুখরোচক আলোচনা। হাট-বাজার, স্কুল-কলেজ, অফিস-কাছারি, ট্রেন, বাস কোত্থাও বাদ নেই। চেনা জানা লোক হলেই জানতে চাইছে - খবর কিছু পাওয়া গেল? রোবটটা কেমন দেখতে? কী বলছে? এখন কোন দিকে ঘোরাফেরা করছে?             হুজুগে লোকজন সব হু হু করে ছুটছে খবর টার পিছনে। আগে পিছে ভাববার সময়ও নেই। ইচ্ছেও নেই।           অবশ্য গোঁফেশ্বর দারোগার কানে এসেছিল বেশ কিছুদিন আগেই। থানার বড়বাবু বলে কথা! খবর তো ওর কাছে আসবেই। শুনতে না চাইলেও লোকে ওকে শোনাবেই। রাজা বিক্রমাদিত্যের মত ওর সিংহাসনে বত্রিশটা পুতুল ফিট করা না থাকলেও, গোটাকয়েক তো আছেই। তারাই ওকে সবসময় একটা না একটা গল্প শোনায়।           প্রথম যে গল্পটা শুনিয়েছিল সে ছিল নরহরি মিত্তির। একটা ঝাওলিবাজ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪