প্রলয়
নীলাঞ্জনা ভট্টাচার্য
ধূসর দুপুর একলা আকাশ
মেঘের ভেদাভেদ,
বাদলবেলা বৃষ্টি হাওয়ায়
বাড়ছে মনের ক্লেদ।
আকাশজুড়ে ঝড় তান্ডব
সৃষ্টি হবে কি শেষ?
দূর দিগন্তে তীব্র নিনাদে
দামিনীরই রেশ।
উথাল পাথাল গাছপালা সব
বারিদ গুরুগম্ভীর,
প্রলয় আসার বার্তা জাগে
ধরণী নিশ্চুপ ধীর।
আলোর ছটায় চোখ ঝলসায়
আঁধার ভেদে বিদ্যুুুৎ,
জলধারায় সিক্ত পৃথিবী
আসছে কল্কির দূত।।
===========
নীলাঞ্জনা ভট্টাচার্য
Flat no . 519 , Block : C
Padmalaya
70 South Sinthee Road
Kolkata : 700030
No comments:
Post a Comment