বাবাকে নিয়ে দুটি কবিতা ।। সুশান্ত কুমার দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

বাবাকে নিয়ে দুটি কবিতা ।। সুশান্ত কুমার দে


দুটি কবিতা ।। সুশান্ত কুমার দে 


বাবা তুমি 


বাবা আমার হৃদয়াকাশে 
এক ফালি সোনার চাঁদ,
মাথার উপর শক্ত ভিতের 
কংক্রিটের ঢালাই ছাদ।

বাবা, তোমার আশিস পেয়ে 
আজ যে আমি ধন্য,
সবার মাঝেই রইবো টিকে 
হবো যে অনন্য!

তোমার কথা যখন স্মরি 
চোখ দুটো টলমল,
আকাশটা মেঘলা করে 
অঝোরে ঝরে জল।

দুঃখগুলো শুধু এতটুকু
তুমি কি কাছে নেই?
হাজার স্মৃতি রেখেছি ধরে 
মনেরই পাতাতেই।

যেথায় থাকো সুখেই থাকো
স্বর্গে থেকো সুখে,
পর জনমে দেখবো আমিই
তোমার সকল দুখে।



বাবা আমার 


বাবা আমার জীবনে-একটাই ধ্রুব তারা
চলার পথে দেখি তাই শুধু আলোর ধারা!
সুখে- দুঃখে, বিপদেও-যতই আসুক বাঁধা
বাবা আমার সামনে এসে করবেন সমাধা।

তপ্ত রোদে বাবা এসে মাথায় ধরেন ছাতা
ঝড় ঝঞ্ঝা রোদ-বৃষ্টি, ঠেকাই বাবার মাথা।
অসুখ হলে নাওয়া খাওয়া বাবা যান ভুলে
নানা রকম ওষুধ পথ্য, মুখেই দিবেন তুলে!

উৎসবে কি পার্বণে, সবারই পোশাক চাই 
কষ্ট করে, আয় করেই, বাবা আনেন তাই!
এমন বাবা, বৃদ্ধ বয়সে- কষ্ট যেন না পায়
সকল সন্তান, বাবাকে ভুলে যেন না যায়!

বাবার, চাওয়া-পাওয়া, নয় রে তত বেশি
কাছে থেকে ভালবেসে, সেবাই চান বেশি।
বাবার দেয়া আর্শীবাদ কখনো কি ফুরায়
স্বর্গে থেকে বাবাই যে, সন্তানের সুখ চায়!
_________________

সুশান্ত কুমার দে 
গ্রাম+পোস্ট- কুমিরা,
 থানা- তালা, জেলা-সাতক্ষীরা।
বাংলাদেশ ।


No comments:

Post a Comment