ছড়া ।। বাঁচাও পরিবেশ ।। কার্ত্তিক‌ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

ছড়া ।। বাঁচাও পরিবেশ ।। কার্ত্তিক‌ মণ্ডল

বাঁচাও পরিবেশ

কার্ত্তিক‌ মণ্ডল


ফল বিষ, মাটি বিষ, বিষ বায়ু জল
সবুজ বনানি পোড়ে তীব্র দাবানল।
বন‍্যা খরা ভূমিক্ষয় প্রবল জলোচ্ছাস
বারবার রুষে ঝড় ধ্বংস করে আবাস।
জীবকুল আইঢাই মানুষ অসচেতন
পশুপাখি মারে তারা বৃক্ষ করে ছেদন ।
বোম বোমা মিশাইল বিষাক্ত ধোঁয়া
ভাবছে মানুষ হাতে ঠাঁই বারোপোয়া‌।
নড়ছে ধরনী তল ধ্বংস বুঝি হয়
উত্তপ্ত তরল লাভা ভূমিতলে বয় ।
তবুও তোমরা কর; না বোঝার ভান
দিয়ে যাও সভ‍্যতায় অগ্রগতির শান ।
যদি বা তন্দ্রা সুখে, হয়ে থাকো বুঁদ
ফেরাতেই হবে দ্বিগুন,আসল আর সুদ ।
এখন‌ও সময় আছে বাঁচাও পরিবেশ
ন‌ইলে বিনাশ নিশ্চিত সমূলেই শেষ ।

-----------------------
কার্ত্তিক মণ্ডল
পিংলা / পশ্চিম মেদিনীপুর / ভারত

No comments:

Post a Comment