কবিতা ।। অধরা স্পর্শ ।। সুবীর কুমার ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। অধরা স্পর্শ ।। সুবীর কুমার ঘোষ

অধরা স্পর্শ

সুবীর কুমার ঘোষ 


ঘড়ির কাঁটায় এখন সময় নেই, কেবল টিক-টিকের প্রতিধ্বনি।
দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো আজ চোখ ফেরায়,
জানলার ওপারে যে আকাশ, তাও কি সত্যি আকাশ?
নাকি কোনো ডিলিটেড দৃশ্যের রিসাইকেল বিন?

আমার ছায়া আমাকে আর চিনতে পারে না,
সে বলে—"তুই আসলে কে?" আমি কাঁদি।
স্বপ্নে দেখি, একটা ট্রেন থেমে গেছে আমারই মুখোমুখি,
কিন্তু চালক নেই, গন্তব্য নেই, শুধু মুখে বাঁধা কাপড়।

একটা কবিতা নিজেই নিজেকে কেটে ফেলল,
তার রক্তে লেখা হল: "এই তো জীবন!"
পৃথিবী যতটা গোল, ঠিক ততটাই ফাঁপা,
শব্দেরা আজকাল দাঁতের ফাঁকে আটকে থাকে।

ঘুমোতে গেলে এক আঙুল আলো এসে গালে ছোঁয়,
আমি ভাবি—এও কি প্রেম? না কি পুরোনো বিজ্ঞাপন?
সব কিছুই এখন ব্যাকস্পেসে লেখা,
তবু, এই না-থাকাতেই বোধহয়, একটা অসম্পূর্ণ স্বস্তি।

***************

সুবীর কুমার ঘোষ
১৫০/১৩ নতুন গ্রাম রোড 
শ্যামনগর, উত্তর ২৪ পরগনা!!
সূচক :- ৭৪৩১২৭
পশ্চিমবঙ্গ



No comments:

Post a Comment