কবিতা ।। দংশনচিহ্ন ।। কৌশিক চক্রবর্ত্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। দংশনচিহ্ন ।। কৌশিক চক্রবর্ত্তী

দংশনচিহ্ন

কৌশিক চক্রবর্ত্তী


সাপের দেহটা মাটির, আর মাথাটা জ্যান্ত—
বাকি অংশটার হিসাব রাখিনি আর...

কী আসে যায়?
যদি লেজের গভীরে জেগে থাকে নড়াচড়ার ক্ষমতা...

বিষাক্ত যোনীসম্ভবা সাপের শীতল রক্তস্রোত অব্যাহত

ঢুলু চোখে সে যখন চেয়ে রয়েছে তোমার দিকে
তখন বসন্তকাল দেরি নেই আর...

সদ্য লুকনো চৌকাঠে স্থায়ী জমি-
সেখানেই হিলহিলে সাপেদের কৌমার্যরূপ

পা ফেললেই জড়িয়ে ওঠে ক্ষমতায়ন
আঙুলের চাপে ধ্বসে পড়ে স্বভাবসিদ্ধ দাঁত...

কে বললো আমি সাপেদের ভয় পাই?
তার অজ্ঞানতার দায় বিষের উপর চাপিয়ে দিলে
আমাকে বিপদমুক্ত ঘোষণা করে ডাক্তার...

আমি সুস্থ শরীরে লড়তে পারি সরীসৃপের সাথে

তবে সাপের সাথে তাদের পার্থক্য খুঁজতে হলে
আমায় পুনরায় জন্ম দিতে হবে দংশনচিহ্ন... 

===================

কৌশিক চক্রবর্ত্তী 
165/A, ক্রাইপার রোড 
কোন্নগর, হুগলি 

No comments:

Post a Comment