কবিতা ।। ক্লান্তিহীন সাইরেন ।। নীলম সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। ক্লান্তিহীন সাইরেন ।। নীলম সামন্ত



ক্লান্তিহীন সাইরেন

নীলম সামন্ত 


বানিজ্যিক উপায়ে কুমড়ো ফলানো চাষিরা 
কোনদিন জাহাজ দেখেনি,
মাঠ থেকে কোল্ড স্টোরেজ হয়ে হাট 
ডিউটি ফ্রী সমকোণী ত্রিভুজ। 

একদিন কন্টেইনার ভর্তি কুমড়ো শুনল 
শ্রমিক আন্দোলনের শ্লোগান, মালিকের হুমকি 

নজর দেওয়ার অনেক লোক, কিন্তু নজর নেই 
ক্লান্তিহীন সাইরেন 

জাহাজ ছাড়ার আগে বুঝল এইবার পচে যাওয়া দরকার 

হুলুস্থুল — 

নাহ, এরকম কিছু ঘটে না।
কুমড়ো বিক্রি হয়ে যায় প্রতিটি ন্যায্য অন্যায্য বাজারে, 
আর চাষির ছেলে মেয়েরা ঠোঙা মোড়ার ফাঁকে 
কাগজের নৌকা বানিয়ে হাসে। 

==============
Neelam Samanta

Address- Flat No 403, A Wing, Fortuna Society
Lane No A-17, Raikarnagar, Dhayari
Pune, Maharashtra 411041
India 


No comments:

Post a Comment