কবিতা ।। তোর অনুভবে সাজার অপেক্ষায়.. ✍️ সুমিতা চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। তোর অনুভবে সাজার অপেক্ষায়.. ✍️ সুমিতা চৌধুরী

তোর অনুভবে সাজার অপেক্ষায়...

 সুমিতা চৌধুরী


আকাশ জুড়ে ঘিরছে বাদল মেঘের দল,
মনের ঘরে বোহেমিয়ান ডাক যেন,
 খাতার পাতায় কিছু শব্দ আঁকছে ছবি,
 বলতো, বৃষ্টি নূপুরের কলতানে উদাসী হাওয়া মেতেছে কেন?

তোর উঠোনে কি কিছু বৃষ্টি আসন পেতেছে?
 ঠিকানা চাইল, দিলাম তো সব লিখে।
কিছু ঋণ শোধের বুঝি ইচ্ছে হলো ভারী,
ভরসায়, বৃষ্টি আদর যদি দেখিস তুই চেখে....

সেই থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ঠায়,
 যদি ফিরতি বাতাস কোনো বার্তা নিয়ে আসে....
কিছু বৃষ্টিকণা রাখছে ওদের আবদার,
এক সুখ পরশের অনুভূতির খেয়ায় যাচ্ছি কোথায় ভেসে...

তোর কাছেও রাখছি এক আবদার, 
এক শ্রাবণ সন্ধ্যা আমায় দিবি?
রজনীগন্ধার মিষ্টি আলাপে
নয় রাখলি,  ঐ সন্ধ্যাটুকুর দাবি।

তোর কবিতার পাতায় সেদিন ফের আঁকিস আমায়,
আমি নিশ্চুপে রইবো শুধু তোর পানে চেয়ে...
মন জুড়ে থাকবে শুধুই অপেক্ষা,
কখন পূর্ণতায় সাজবো, তোর অনুভবের আল্পনা বেয়ে....

=============


Sumita Choudhury 
Liluah,  Howrah 

No comments:

Post a Comment