আষাঢ়ের আকাশ ।। অঞ্জনা মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

আষাঢ়ের আকাশ ।। অঞ্জনা মজুমদার

আষাঢ়ের আকাশ 

অঞ্জনা মজুমদার 


ওই যে ঘন কালো মেঘের ডাক
   ওই আমাদের আষাঢ়ের আকাশ। 
গুড়ুগুড়ু গর্জনে বিদ্যুতের চমক
   ওই ধেয়ে এলো জলভরা বাতাস। 
সারাদিন থমথমে বিষন্ন বদন 
    এইবার ঝরে পড়ে আকুল নয়ন।
চাষির ফুসফুসে ভরসার শ্বাস 
     ধান রোপনের এলো অবকাশ। 
চারিদিকে গাছপালা সবুজে ঘেরা 
    বেল যুঁই রজনীগন্ধা সুবাস ছড়ায় 
বৃষ্টি স্নানে ধরণীতল আনন্দে ভরা 
    বর্ষার অঝোর ধারায় দহন জুড়ায়।

===============

অঞ্জনা মজুমদার 
এলোমেলো বাড়ি
চাঁদপুর পল্লি বাগান 
পোঃ   রাজবাড়ি কলোনি
কলকাতা    ৭০০০৮১


No comments:

Post a Comment