কবিতা ।। আটক ।। তাপসী লাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। আটক ।। তাপসী লাহা

আটক

তাপসী লাহা 


সময়টি নিঃসন্দেহে অতি তরল, তরঙ্গময়

ঘোরের বারান্দায় পাখি দাঁড় করিয়ে রাখা চমৎকার লৌহশানিত খাঁচা 

বিড়ালিনীর শেষ রাতে চুপিসারে এঁটো করা দুগ্ধ পাত্রটি,

 ঠনক্ শব্দে কেঁপে ওঠে নিত্যগৃহী, ঘুম গহ্বর থেকে অতর্কিতে ফিরে আসা নিঃসার ধ্বংসছ্যাক


শোভাহীন শুকনো ফুলের তোড়া তবু তো মায়া!

স্নেহ বিপন্ন বস্তুসুলভ গাছ......

আহারে মেছো প্রাণ ------

মাংস দাঁতটির কি হবে ভাবতে ভাবতে সমুদ্রে তলিয়ে যাচ্ছে ধুলোদের ঘরকন্না।

============
Tapashi Laha 
Birnagar 
733134
Raiganj 
Uttar Dinajpur 


No comments:

Post a Comment