কবিতা ।। পোড়া ।। তূয়া নূর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। পোড়া ।। তূয়া নূর

পোড়া

তূয়া নূর


এতো সুখে থাকা ভাল না
একটু হলেও কষ্ট পাওয়া ভাল।
একটু কষ্টে থাকা ভাল
অন্তত: জীবনে একদিন না হয় অভুক্ত থাকার কষ্ট,
বুকের ভেতর একটা পোড়া কষ্ট থাকা ভাল,
একটু হলেও মন খারাপ হওয়া ভাল,
তাহলে সুখের মূল্য বোঝা যায়,
যেমন রাত সৃষ্টি করে একটা দিনের পরিকল্পনা।  

পৃথিবীর বুকে চাপে তাপে কয়লার কার্বন থেকে হয় হীরকের খণ্ড।
মাটি খুড়ে গভীর থেকে মানুষ বের করে আনে।
দাবানলে পুড়ে পুড়ে ছাই হয় বনভূমি।
পৃথিবীর মতো মানুষের ভেতরেও আগুন
আগুন তার চোখে,
জ্বরে পুড়ে সারা শরীর, কপাল।
আগুনের ফুলকি খেলে যায় পাথর ঘষা আঙুলের তুড়িতে।

মানুষ কষ্টে দুঃখে পুড়ে হয় ছাই
ছাই উড়ে যায়, যায় রেখে দামী মাণিক কণা। 


---------------------------
তূয়া নূর
11513 centaur way 
Lehigh Acres 
FL 33971 USA
239-822-1417

No comments:

Post a Comment