কবিতা ।। অলিখিত চোখে ।। অমিত কুমার রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

কবিতা ।। অলিখিত চোখে ।। অমিত কুমার রায়

অলিখিত চোখে 

অমিত কুমার রায়


আষাঢ় আসবে মেঘ নিয়ে বৃষ্টি নিয়ে।
আমি কি নিয়ে এসেছিলাম জগতে 
রিক্ত হাতে উলঙ্গ কান্না নিয়ে।
আজও কাঁদি অজস্র না পাওয়ার বেদনায়।
নিরবে অন্তরে গভীর রাতে কাঁদি 
হারানো প্রেম ব্যর্থ প্রেম ফ্যাকাশে ভালোবাসা 
অপ্রতাশিত নির্জনতার মোড়কে।
আমি ভিক্ষা পাত্র হাতে দাঁড়িয়ে আছি।
মেঘ ভাঙ্গা বৃষ্টিতে দুরন্ত রোদের মিছিলে।
মনুমেন্টের নিচে             রাসমণি রোডে 
অন্য কোনখানে অন্য কোথাও।
নগ্ন পথে কখনো অনশন করি 
আত্মমর্যাদার লড়াই করি।
ভাতের জন্য লড়াই করি।
লাঠির বাড়ি খাই  
লাথির গুতো খাই 
বাড়ির বাইরে।
তোমার অলিখিত চোখে আকাশ দেখি 
সুযোগ হলে ডানা মেলে উড়ে বেড়াই। 
তোমার চুলের উড়ন্ত পালে বাতাস খেলে 
যেতে চাই পেতে চাই বিশুদ্ধ  স্পর্শ।
তোমার চিঠি আসে হঠাৎ পুরনো নীল খামে 
শুভ জন্মদিন    শুভ জন্মদিন।
সে কথা আমার মনে নেই 
আষাঢ়ে গল্পের মত আষাঢ়ে বসন্ত মন ফোটে।

জ্বলে উঠলো                প্রদীপের মতো 
নিভে যাওয়ার আগের প্রস্তুতি বুঝি হবে।

--------------------------

অমিত কুমার রায়, ঝিখিরা জয়পুর হাওড়া ৭১১৪০১

No comments:

Post a Comment