ছড়া ।। টাকা ভালো টাকা মন্দ ।। রানা জামান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, June 17, 2025

ছড়া ।। টাকা ভালো টাকা মন্দ ।। রানা জামান


টাকা ভালো টাকা মন্দ

রানা জামান


টাকা থাকলে বলে জনাব

সাথে বাড়ে দাম,

কথায় কথায় স্যারও বলে

নেয় না মুখে নাম।

 

অযোগ্যকে বানায় যোগ্য 

বাড়িয়ে দেয় শান,

পাঁচ তারকা রেস্টুরেণ্টে

ভোজন করে নান।

 

অবৈধ সব কার্য করে

পেয়ে থাকে পার,

জিততে থাকে নির্বাচনে

মানে নাকো হার।

 

বেড়াল মেরে টাকার জোরে 

বলে মারলো বাঘ,

রাতবিরেতে কিনে ফেলে

দুঃস্থ জনের রাগ।

 

টাকা-পয়সা দেদার আনে

দুনিয়ার সব সুখ,

ন্যায়ের রাস্তা উজ্জ্বল রাখে

শেষ বিচারে মুখ।


--------------------


রানা জামান

মিরপুর, ঢাকা, বাংলাদেশ।


No comments:

Post a Comment