পোস্টগুলি

ছড়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

ছড়া ।। ছায়ায় ঘেরা ।। আসগার আলি মণ্ডল

ছবি
ছায়ায় ঘেরা আসগার আলি মণ্ডল  মাটির বাড়ি খড়ের চালা গরিব চাষির বাস ফসল ফলায় মাঠে-মাঠে সুখে বারো মাস। পুকুর জলে খেলা করে নাম না জানা মাছে প্রভাত রবির সোনার আলো ঝিলিক লাগায় গাছে। গাছ-গাছালি তরু লতার  ছায়া দিয়ে ঘেরা নেই দ্বন্দ্ব,নেই হিংসা  গ্রামটি ওদের সেরা।

কবিতা ।। উৎসব আসছে ।। মানস চক্রবর্তী

ছবি
উৎসব আসছে মানস চক্রবর্তী  মেঘেদের ভেলা ওই আকাশেতে ভাসছে রাশি রাশি খুশি নিয়ে উৎসব আসছে। দিকে দিকে কলরব, লেখাপড়া বন্ধ সকলেই খুশি আজ, বড় মহানন্দ। কাশফুল দোল খায়, শিউলিরা হাসছে। রাশি রাশি খুশি নিয়ে উৎসব আসছে ।। একঘেয়ে কাজ ফেলে মন পাখি গান গায়  বারে বারে শারদীয়া ফিরে পেতে মন চায়। ফিরে এলো উৎসব, পুজো পুজো গন্ধ খুলে দাও জানালাটা, রেখো নাকো বন্ধ। শান্ত দিঘির জলে শালুকেরা ভাসছে। রাশি রাশি খুশি নিয়ে উৎসব আসছে ।। ********************************* মানস চক্রবর্তী  উত্তর বাওয়ালী, নোদাখালি, দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭০০১৩৭

কবিতা ।। মিলন মেলার আঁকে বাঁকে ।। গোবিন্দ মোদক

ছবি
মিলন মেলার আঁকে বাঁকে গোবিন্দ মোদক কখন যে উৎসবকে কেন্দ্র করে মেলা বসে,  আর কখন যে মেলাকে ঘিরে উৎসব  তার কোনও সীমারেখা না থাকলেও  মন জুড়ে বে-নী-আ-স-হ-ক-লা।  তাই কখনও বীরভূমের রাঙামাটির পথে  অথবা রাজস্থানের রুক্ষ প্রান্তরে  মনের বেহালায় কে যেন ছড় টেনে বাজায়।  তখন আর দু'দন্ড বসে থাকার জো নেই,  রাম রহিম আর জনসনেরও ফারাক নেই;  অগতা মনবাউল পথ হাঁটে উৎসবের আলোয়, হাঁটে মেলার পথ ধরে হাজারো মানুষের ভিড়ে; কখনও বা সাথী হয় পার্বণ  ভাদু .. টুসু .. বোলান .. জারিগান .. কিংবা নকশিকাঁথা আঁকা পিঠে-পুলি,  আতপের ঘ্রাণ, ঝুমঝুমি, খাজা-গজা,  নাগরদোলার মায়াবী হাতছানি,  আর কোমর জড়ানো নাচের বাহার … তবুও এতো কিছুর মধ্যেও                  কখনও কখনও মনে হয় —  ধর্ম থাকুক ধর্মের মতো,  উৎসব উৎসব-ই হোক,  তাহলেই মনে মনে জমবে মেলার বাহার!  এসো! একটু রঙিন হই মেলার ভিড়ে!! ___________________________   গোবিন্দ মোদক। রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।  পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103

ছড়া ।। নবান্ন উৎসব ।। ক্ষুদিরাম নস্কর

ছবি
নবান্ন উৎসব  ক্ষুদিরাম নস্কর শিশির ঝরা ঘাসের মাথা সূর্যতে চিক চিক নতুন ধানে ভরছে গোলা আলপনা চারদিক। ইঁদুর লাফায় নাকের ডগায় প্যাঁচার জ্বলে চোখ উদয় অস্ত ব্যস্ত বড় ক্লান্ত চাষের লোক। গাঁদা গাছে রঙ লেগেছে উচ্ছসিত মন গুনগুনিয়ে ভ্রমর আসে সরষে ফুলের বন। ধান ভাঁঙিয়ে নতুন চালে নবান্নে হয় ভাত বেচবে ফসল আশায় চাষি সচল হবে হাত। তুলাইপঞ্জির পায়েস হবে বিন্নি ধানে খই পিঠেপুলির সঙ্গেতে চাই নলিন গুড়ের দই। সজন সুজন খবর পেল সাজো সাজো রব দুখের ঘরে সুখের লগন নবান্ন উৎসব।

কবিতা ।। শারদোৎসব ।। মাথুর দাস

ছবি
শারদোৎসব মাথুর দাস শারদ পূজার  পারদ চড়েই  দুর্গাপূজায় বেশি, দূর গাঁ থেকে শহর নগর হয় না খুশির শেষ-ই । পূজা মানে তো সাজগোজ আর খানাপিনা  হৈচৈ, ঘ্যাম্-বাঙালি জ্যাম্ করে ঝলমলে সব মন্ডপে ঐ । জমাট ব্যবসা কারবারির  আর কম আঁট হয় পকেট, বার বারই তা ফাঁপায় ফোলায় মিডিয়াকুলের রকেট । দাম বেড়ে যায় সবকিছুরই নাম কিনে নেয় উৎসব, হাসিমুখে দুঃখ ঢাকি সম্বছরের রুক্ষতারই খুঁত সব ।   ******************************       মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

ছড়া ।। শারদীয়া ।। প্রবোধ কুমার মৃধা

ছবি
    শারদীয়া প্রবোধ কুমার মৃধা   ফুটফুটে সাঁঝ চাঁদনী‌ রাতে। খোকন বেড়ায় আঙিনাতে।       মাথার 'পরে খোলা আকাশ। শরৎ শেষের হিমেল বাতাস।   ধবল খন্ড মেঘের রাশি। ‌আকাশ গাঙে চলছে ভাসি।   খুশির হাওয়ায় মাতন লাগে। ডুব দিয়ে চাঁদ আবার জাগে।   আগমনীর আভাস আসে। নির্মল নীল জ্যোৎস্নাকাশে।   শিউলি ফুলের গন্ধ মেশা। ছুটির বাঁশির সুরের নেশা।   প্রবাসী মন ঘরের টানে। ঘরে ফেরার প্রহর গনে।   আনন্দগান উঠবে তবে। প্রাণের মিলন মহোৎসবে।   মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হল। ফন্ট একটু ছোট রেখে সাড়ে আট ফর্মার পত্রিকা হয়েছে। মুল্য ১৭৫ টাকা। তবে আমরা একটা কোড দিচ্ছি ( কোড: NABAPRAVAT30 ) । এটা অর্ডার ফাইনাল করার সময় ব্যবহার করলে ১৪৯ টাকায় বইটি পাওয়া যাবে। অর্ডার করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন।  (একটি সংখ্যার জন্য ডেলিভারি চার্জ নেবে ৫০ টাকা। একাধিক নিলে ডেলিভারি চার্জ অনেকটাই ক

ছড়া ।। খুশির শরৎ ।। রঞ্জন কুমার মণ্ডল

ছবি
    খুশির শরৎ রঞ্জন কুমার মণ্ডল   শুভ্র মেঘের ভেলা আসমানে খায় দোলা মেঘবালিকা হাসে খুশির শরৎ আসে।   শিউলি ঝরা ভোর   গন্ধে মন বিভোর টগর বেলি হাসে খুশির শরৎ আসে।   সবুজ আমন ধান খুশিতে গায় গান শিশির বিন্দু ঘাসে খুশির শরৎ আসে।   কাশের বনে দোলা শুভ্র হাসির মেলা কাশ বালিকা হাসে খুশির শরৎ আসে।   সবুজ ফসল মাঠে মিঠে রোদ্দুর হাঁটে আগমনী সুর ভাসে খুশির শরৎ আসে।   শাপলা তোলে ছেলে পানসি বেয়ে চলে শালুক জলায় হাসে খুশির শরৎ আসে।   কমল দীঘির জলে হেসেই পাপড়ি মেলে। হাঁসগুলো সব ভাসে খুশির শরৎ আসে।   মায়ের বার্তা আসে অশুভ সব নাশে দানবদলনী হাসে খুশির শরৎ আসে।   বাজে আলোর বেণু ভাসে পরাগ রেণু ভ্রমর নেচে হাসে খুশির শরৎ আসে।   ঘন্টা কাঁসর বাজে সবাই পুজোর সাজে আহ্লাদে সব মাতে শুভ শারদ প্রাতে।   মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ মুদ্রিত সংখ্যা সংগ্রহ বিষয়ক জরুরি কথা নবপ্রভাত ব্লগজিনের ৬৮তম সংখ্যা (কার্তিক ১৪৩০ অক্টোবর ২০২৩) প্রকাশিত হল। কথামতো এই সংখ্যাটি বই (মুদ্রিত পত্রিকা) আকারে একটি প্রকাশনী থেকেও প্রকাশিত হ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪