ছড়া ।। কেমন ক'রে ।। সুব্রত দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

ছড়া ।। কেমন ক'রে ।। সুব্রত দাস

কেমন ক'রে

সুব্রত দাস 


নিশির শিশির সিক্ত ঘাসে
নাকছাবি ফুল তাকিয়ে হাসে,
এরই মাঝে কেমন ক'রে
রবির ছবি দিব্যি ভাসে !

কিচির মিচির ভোরাই সুরে
হরেক পাখির শব্দ - পুরে
কেমন ক'রে রবীন্দ্রনাথ
গানেই আসেন ঘুরে ঘুরে !

দুধ-সাদা মেঘ কিংবা কালো
দুই রূপেতেই তোমার আলো
কেমন ক'রে সেই আলোটিই
ঠাকুর তুমি চোখেই ঢালো ?

ফুল-পাখি-মেঘ , আকাশ-বাতাস
ঝরনা-পাহাড়, বাউল বাতাস
সবাই সদাই রবির সাথে
তাই কি বলে বন্ধু পাতাস !!

                 ****
সুব্রত দাস
কেশবপল্লী, ৩১/১, গোবিন্দ সেন রোড,
গরিফা, পোঃ রামঘাট, সূচকঃ ৭৪৩১৬৬, 
উওর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ।






No comments:

Post a Comment