কবিতা ।। জীবন বোধের মানে ।। বিবেকানন্দ নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। জীবন বোধের মানে ।। বিবেকানন্দ নস্কর

জীবনবোধের মানে 

বিবেকানন্দ নস্কর 


রবি ঠাকুর রবি ঠাকুর ছড়িয়ে পড়ে আলো
দুঃখের দিনে বলতে পারো এই করেছো ভালো ।

কবি ঠাকুর কবি ঠাকুর নোবেল জয়ী কবি
কবির ঘরে খোদাই করা ব্যথার নীলচে ছবি ।

সহজ পাঠে সহজ কথা শিশুর কাছে নরম
প্রবন্ধ মুখ গদ্য ভাষায় কাঠিন্য তায় গরম ।

তুমি সকাল অস্ত বিকাল আঁধার পথে উষা
পথ হারানো পথিক পেল দেশ প্রেমের দিশা ।

অবসাদের স্মরণ শিখা যাপন জুড়ে বাঁধায়
তোমার ছোঁয়া ঝরে পড়ুক তোমার গানের সুধায় ।

রবি ঠাকুর প্রাণের ঠাকুর সব বাঙালির প্রাণে
তোমার রোদে খুঁজতে থাকা জীবন বোধের মানে। 


No comments:

Post a Comment