জীবনবোধের মানে
বিবেকানন্দ নস্কর
রবি ঠাকুর রবি ঠাকুর ছড়িয়ে পড়ে আলো
দুঃখের দিনে বলতে পারো এই করেছো ভালো ।
কবি ঠাকুর কবি ঠাকুর নোবেল জয়ী কবি
কবির ঘরে খোদাই করা ব্যথার নীলচে ছবি ।
সহজ পাঠে সহজ কথা শিশুর কাছে নরম
প্রবন্ধ মুখ গদ্য ভাষায় কাঠিন্য তায় গরম ।
তুমি সকাল অস্ত বিকাল আঁধার পথে উষা
পথ হারানো পথিক পেল দেশ প্রেমের দিশা ।
অবসাদের স্মরণ শিখা যাপন জুড়ে বাঁধায়
তোমার ছোঁয়া ঝরে পড়ুক তোমার গানের সুধায় ।
রবি ঠাকুর প্রাণের ঠাকুর সব বাঙালির প্রাণে
তোমার রোদে খুঁজতে থাকা জীবন বোধের মানে।
No comments:
Post a Comment