কবিতা ।। অনুভব ।। সুদীপ কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। অনুভব ।। সুদীপ কুমার চক্রবর্তী

অনুভব  

সুদীপ কুমার চক্রবর্তী


হেলেন কেলার যেভাবে রবীন্দ্রনাথকে অনুভব করে -- 
মনে হয় এক স্বাতী নক্ষত্র ছুঁয়ে আছে বিস্ময়কর আকাশ।
প্রতিটা কাব্যিক অক্ষর যেন প্রতিধ্বনিত 
তার আশ্চর্য মূক চেতনায়।

এই বিরল দৃশ্য শুধুমাত্র অনুভব করার -- ব্যক্ত করার নয়।
শতাব্দীর শ্রেষ্ঠ মানব সঙ্গীত যখন অনুরণিত হয় 
দুই ধ্রুপদী পরমাত্মায়।

----------------------------------------------------------------------------------
Sudip Kumar Chakraborty.
 Joyanti Gazipur Howrah 711413.


No comments:

Post a Comment