কবিতা ।। মানবতার এক নাম : রবীন্দ্রনাথ ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। মানবতার এক নাম : রবীন্দ্রনাথ ।। অশোক দাশ

মানবতার এক নাম : রবীন্দ্রনাথ

অশোক দাশ


 মানব‌   প্রেমিক    প্রকৃতি   প্রেমিক,
জীবনের   গানে   জ্বেলেছো   দীপ।
        যেখানে অনাচার অত্যাচার,
         শানিত   কলমের  ঝংকার,
উদয়ের  পথে  বাউল   বিশ্ব  পথিক।

মানবতার পূজারী বুকে বেদনার শোক,
শত আঘাত অপমানে হৃদয় নিরুত্তাপ।
       হাসে আকাশ রবি কিরণ,
        আলোয় ভরা সারা ভুবন,
অচলায়তনের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেটে দুখ।

দিকভ্রষ্ট পথিকের ধ্রুবতারা পথপ্রদর্শক,
মানুষ  ও  প্রকৃতির  উঠোনে   মেলবন্ধন।
             বিদ্রোহের অগ্নি স্ফুলিঙ্গ,
             মানুষের   মঙ্গল   সাধন,
সত্য -সুন্দর - শান্তি - প্রগতির  অগ্রদূত।

শিকল ভাঙা গানে মুক্তি-স্বাধীনতার আনন্দ সুখ,
মুক্তধারার জলোচ্ছ্বাসে বঞ্চিতের হাসিমাখা মুখ।
           অন্ধ   কুসংস্কারে  ধিক্কার,
           ধর্মেরমোহ ছিন্নের আহ্বান,
সৃষ্টি সুখের উল্লাসে তব জয়ধ্বনিতে নিখিল রক্তিম।

=============

অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।

No comments:

Post a Comment