কবিতা ।। বৃষ্টি তুমি এসো ।। ছন্দা দাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। বৃষ্টি তুমি এসো ।। ছন্দা দাম

বৃষ্টি তুমি এসো

ছন্দা দাম


বৃষ্টি তুমি এসো মরুতৃষায় ঝড় হয়ে...
তুমি এসো অমানিশায় আলোআধারি হয়...
তুমি এসো রবিবাবুর কলম থেকে চুঁইয়ে পড়া কবিতার ভালোবাসা হয়ে....
 ভেঙে দিও কুল...পাথার অকুলে হাবুডুবু আমি...
        তবু তোমাকে চাই শব্দের ঝঙ্কার তুলবে বলে,
বলব আমি....এমনো দিনে তারে বলা যায়!!!!

বৃষ্টি তুমি এসো অতৃপ্ত বাসনার শবেদের নিয়ে...
প্রতি ঘুমহীন রাতের দরজায় আছড়ে পড়ো...
 মুমুর্ষ চিৎকারেদের কথা হয়ে জানালার কার্ণিশ বেয়ে....
   ঝরে পড়ো গীতবিতানে লেপ্টে থাকা রবিবাবুর ছোঁয়াদের গায়ে গায়ে,
    কঁকিয়ে কেঁদে উঠা মৃত গোলাপগুলোর ব্যথাদের 
ধুয়ে নেবে...
    ভিজে একসা হবে...ঘরদোর...বারান্দা... বাগান,
তবু তোমাকেই চাই অন্তঃকরণের ভিজে সপসপে সোঁদা মাটির সৌরভে....
আমি গেয়ে উঠবো... শ্রাবণের ধারার মতো পরুক ঝরে!!!

বৃষ্টি তুমি এসো.... কৃষ্ণকলি নামাঙ্কিত কালো মেয়েটির অশ্রু হয়ে...
হরিণ চোখে তার কতো স্বপ্নের মৃগনাভির সৌরভ..
তবু তার চোখের নদীতে কালো দুঃস্বপ্নের মাকড়সা জাল বুনে...
তোমার বানভাসিতে মেয়েটি হাপুস নয়নে কাঁদুক না হয় একটা বেলা....!!!
কালো গায়ের অভিশাপ সে ধুয়ে দিতে চাওয়ার ইচ্ছায় লাগাতার ভিজুক,
তবু তুমি এসো বৃষ্টি আর একটা বার!!!!
আমি গেয়ে উঠবো....আমার সকল দুখের প্রদীপ!!

বৃষ্টি তুমি শুধু শ্রাবণে নয়, বৈশাখেও এসো...
এসো জৈষ্ঠের বিধ্বংসী রোদ্দুরে....
এসো আষাঢ়ের জলভরা মেঘেদের অভিমান হয়,
দুখী মেয়েটি কাঁদতে কাঁদতে ক্ষয়ে যাওয়া চোখে 
চিঠি লিখবে প্রেমিক রবিকে....
  আর্তি জানাবে যেন তার কথাও লেখে রাখেন তার সৃষ্টীর কালো অক্ষরের মহাকাব্যে...।
আমি চেয়ে থাকব পথ হারানো পাখির মতো...
গেয়ে উঠব...আমারো পরান যাহা চায় তুমি তাই।।
*************************************

No comments:

Post a Comment