ছড়া ।। সেল-এর পর ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

ছড়া ।। সেল-এর পর ।। মাথুর দাস

সেল-এর পর

মাথুর দাস


চৈত্র সেল-এ মৈত্র মশায়

যা কিনেছেন পাঁশ্-শোয়

'তিনশো' এঁটে ঝুলছে সে মাল

এ ঠগবাজি আর সয় !


'বলেছিলাম তো করে পই পই

বারো মাস তার দামই তো ওই,

বেশি দামেই ঠকলে কিনে',

বলেই গিন্নি পাশ শোয় ।


**********************************



মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

**********************************

No comments:

Post a Comment