Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

নিবন্ধ ।। বিদ্রোহী কবি নজরুল ইসলাম ।। সুজয় সাহা

বিদ্রোহী কবি নজরুল ইসলাম

সুজয় সাহা

কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলা সাহিত্যের এক অসাধারণ প্রতিভার নাম। কবিতা, নাটক, উপন্যাস ও সংগীত সহ সাহিত্যের প্রায় সব ক্ষেত্রে ছিল তার অসাধারণ প্রতিভার স্বাক্ষর ও অবাধ বিচরণ। তিনি নিজে গান লিখতেন এবং সেই গানে সুর দিতেন নিজেই। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। এবং অধিকার আদায়ে নানা আন্দোলন করেছেন। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে কাজী নজরুল ইসলামের অবস্থান ছিল বলে তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত চুরুলিয়া গ্ৰামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা বেগম। নজরুলের ছেলেবেলার নাম ছিল দুখু মিয়া। সেই দুখু মিয়াই বর্তমানে আমাদের জানা নজরুল ইসলাম যিনি রবীন্দ্রনাথের পর বঙ্গ মহাদেশের সবথেকে বড়ো কবি।

কাজী  হচ্ছে নজরুলের বংশের উপাধি। তিনি ছোটোবেলা থেকেই ইসলামিক চিন্তাধারার সঙ্গে বেড়ে উঠেছেন। বাল্যকালে তিনি নিকটস্থ মক্তব থেকে শিক্ষাজীবন শুরু করেন। তিনি বাংলা ও আরবি ভাষার পাশাপাশি স্থানীয় শিক্ষাকেন্দ্র থেকে ফারসি ভাষাও রপ্ত করতে শুরু করেন।

ছোটবেলা থেকেই নজরুল খুব দুরন্ত ছিলেন। বিদ্যালয়ের বাধাধরা নিয়ম ভালো না লাগায় তিনি হঠাৎ করে বিদ্যালয় থেকে উধাও হয়ে যান।

এরপর তিনি লেটোর দলে যোগদান করেন। সেখানে পালা গান, জারি গান, মূর্শিদ গান ইত্যাদি পরিবেশিত হতো। নজরুল নিজ প্রতিভাবলে সেই দলের প্রধান নির্বাচিত হন। সেখানে থাকাকালীন তিনি বিভিন্ন গান লিখে অসামান্য দক্ষতার প্রমাণ দেন।

১৯২২সালে রচিত বিদ্রোহী কবিতা তাকে বিদ্রোহী কবি হিসেবে সাহিত্যে অমর করে রেখেছে।

নজরুল ইসলাম অসংখ্য গান গজল কবিতা উপন্যাস রচনা করেছেন। সেগুলো হলো–"বিষের বাঁশি", "অগ্নিবীণা", "ফণীমনসা", "ভাঙার গান", "সাম্যবাদী"প্রভৃতি।





নাম:সুজয় সাহা

162/a 3no.natungram rishra Hooghly

Post:morepukur

Contact:6291860346/6291582238

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত