কবিতা ।। হাতড়ানো ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। হাতড়ানো ।। প্রতীক মিত্র

হাতড়ানো

প্রতীক মিত্র


হাতড়ানোটা চলুক।
কষ্টটা থাকলে গুরুত্বটা টের পাবে।
টের পাবে দায়টা।
যেভাবে ডুবছে শেকড়হীনতায়…
উঁচুতে আকাশ বরাবরের মতন উদাসীন।
সেই আকাশে সাফল্য উজ্জ্বল হয়ে জ্বলছে।
কিন্তু এই ডোবাটা এই কষ্টটা যে ধীরে ধীরে
এভাবে তীব্রতা পাবে কেউ বোঝেনি।
কে আমরা?কোনটাই বা সঞ্চয়?
কোনটাতেই বা গর্বিত হব…
না এ প্রজন্ম ভাবে না, অনুভব করে না।
মোবাইল ফোনে তারা বন্দী দ্বীপের অজ্ঞাত একাকিত্বে।
রবীন্দ্রনাথ, নজরুল নামক লাইফজ্যাকেট ভেসে ওঠাতে
আজকাল অবশ্য তারা টের পাচ্ছে 
যে আসলে তারা ভেসে নেই
ক্রমে ডুবছে 
আর তাই হাতরানোটা তাদের বাড়ছে
আর তাই তারা রবীন্দ্রনাথ, নজরুল লাইফজ্যাকেটগুলোর
খোঁজ করছে।
চাইছে তাদের পড়ে নিতে।
শেকড়হীনতাও যে বড় অপরাধ
সেটা তারা বোধ হয় বুঝতে পেরেছে।

===========
প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ









































































































No comments:

Post a Comment