কবিতা ।। নজরুল এক অগ্নিফসল ।। সুবীর ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। নজরুল এক অগ্নিফসল ।। সুবীর ঘোষ

নজরুল এক অগ্নিফসল

সুবীর ঘোষ


আমাদের কৈশোরে আমাদের রাঢ়বাংলা আমাদের কয়লাকুঠি
স্বচ্ছ শ্বাস চাইত আমাদের কাছে । 
নজরুল আসতেন প্রবল বিদ্রোহে ।
রবীন্দ্রনাথের কাছে শিখেছি বিদ্রোহের উপযুক্ত বিশেষণ  ' প্রবল ' ।
প্রবল বিদ্রোহেই আসে প্রেম ।

বিদ্রোহীকে এগিয়ে দেওয়ার কেউ থাকে না ,
আটকে দেবার লোক অনেক ।
নজরুল অসমাপিকা ক্রিয়ার মতো থেকে গেলেন ।
তবু নজরুল এক কালান্তরের নাম ।
নজরুল এক ঝোড়ো যুগান্তের  অগ্নিফসল ।
নজরুল মানে একটা বেপরোয়া যাপন ।
রীতি জেনে রীতি না মানার সাহস রাখতে পারা এক প্রবল বিদ্রোহী ।

No comments:

Post a Comment