কবিতা ।। তোমার অসীমে ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। তোমার অসীমে ।। জয়শ্রী সরকার

তোমার অসীমে 

জয়শ্রী সরকার


আমি তোমাকে একটা উজ্জ্বল তারা দিতে চেয়েছি,
তুমি গোটা আকাশটাই
মেলে ধরেছ আমার সামনে !

আমি তোমাকে একটা ফুটন্ত গোলাপ দিতে চেয়েছি,
তুমি বিশ্ববাগিচার সৌগন্ধ
বিলিয়ে দিয়েছ আমার ঘ্রাণে !

আমি খাঁচায় পুরে একটা পাখি দিতে চেয়েছি তোমায়,
তুমি আগল খুলে দিয়ে
উড়িয়ে দিয়েছ অনন্ত আকাশে !

আমি জল তুলতে চেয়েছি পোশাকি ঘড়ায়,
তুমি লাবণ্যদীঘির অক্ষরমালায়
সাজিয়ে তুলেছ 'শেষের কবিতা' !

আমি 'আগুনের পরশমণি' শুনিয়েছি তোমায়,
তুমি পুরো গীতবিতানটাই
খুলে দিয়েছ আমার হাতে !

তোমার অসীমতায় আজ আমি উদাসী বাউল,
তাই নিমগ্ন-ধ্যানে প্রার্থনা করি,
'চরণ ধরিতে দিও গো আমারে ...... !'

***************************************

জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬'

No comments:

Post a Comment