কবিতা ।। রবি ঠাকুর ।। নমিতা আচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। রবি ঠাকুর ।। নমিতা আচার্য্য


রবি ঠাকুর

নমিতা আচার্য্য


জ্ঞানের দীপশিখা প্রজ্জ্বলিত ; অমৃত রস ছড়িয়ে 
গোটা বিশ্বে ঠাঁই তব মহামানব রূপে 
অতৃপ্ত আত্মার, চির শান্তি দৃশ্যমান যেখানে, 
সেখানে আমিও খুঁজে বেড়াই প্রাণের কবি;
খুজে পাই তোমায় সকাল সন্ধ্যায় "গীতাঞ্জলি "খুলে 
সর্বত্রই শুধু তুমি আর তুমি নেইতো অন্য কেউ ;
তাইতো তোমায় ভালোবাসি তুমি যে বাংলার কবি
গীতবিতানের পাতায় পাতায় তুমি, আর তুমি। 
বিশাল এক বিশ্ব সেখানে বিরাজমান দৃশ্য, 
তোমার উদারতার সাক্ষী অঙ্কিত, চণ্ডালিকা নাটকে;
ছোটগল্প, কাঁদায়-হাসায় সকলের হৃদয় যায় ছুঁয়ে! 
"সোনার তরী"এখন সাক্ষী, তুমি থাকবে নিরবধি। 
'সঞ্চয়িতা' তোমার সৃষ্টিকে অমরত্ব দান করেছে
হে বিশ্ব কবি, যতই দেখি তোমা পানে অবাক হই, 
কি অসাধারণ গুণের অধিকারী ছিলে তুমি;
প্রতি ঘরে পূজিত তুমি, তোমার নেই কোন তুলনা। 
জন্ম তব জোড়াসাঁকোয় থাকো তুমি গোটা বিশ্বে
মরেও অমর ঘুরে বেড়াও, সাত- সমুদ্র তের নদী;
যেথায় যাই, তব মহিমা দেখিতে পাই আমি
শত-সহস্র প্রনাম জানাই, পঁচিশে বৈশাখ তব পদে। 


No comments:

Post a Comment