ছড়া ।। আম কাঁঠালের ছুটি ।। গোলাপ মাহমুদ সৌরভ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

ছড়া ।। আম কাঁঠালের ছুটি ।। গোলাপ মাহমুদ সৌরভ

আম কাঁঠালের ছুটি 

গোলাপ মাহমুদ সৌরভ


সকাল বেলা উঠে খোকন 
খায় যে আটার রুটি, 
কালকে থেকেই স্কুল বন্ধ 
আম কাঁঠালের ছুটি । 

বলো না মা কখন যাবো
ছোট  মামার বাড়ি, 
মামার বাড়ির পাকা আম 
খাবো আমি পাড়ি। 

ডালে ডালে আম পেকেছে 
আর পেকেছে লিচু,
জাম পেয়ারা সব পেকেছে 
সঙ্গে আনবো কিছু। 

মামার বাড়ির মিষ্টি আম
খেতে কিযে মজা,
পাকা কাঁঠালের মিষ্টি ঘ্রাণে
মনটা হয় যে তাজা। 

কাল সকালে রওনা হবো
উঠে ট্রেনের গাড়ি, 
নইলে মাগো তোমার সঙ্গে 
আমি দেবো আড়ি।

=============

গোলাপ মাহমুদ সৌরভ
সৌদি আরব মক্কা 

No comments:

Post a Comment