কবিতা ।। বিশ্বমানব রবীন্দ্রনাথ ।। কান্তিলাল দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। বিশ্বমানব রবীন্দ্রনাথ ।। কান্তিলাল দাস


বিশ্বমানব রবীন্দ্রনাথ

কান্তিলাল দাস


এক সমুদ্র রবীন্দ্রনাথ
যায় কতটা তাকে চেনা,
তবুও কাছে আসতে কী দোষ
তাঁর কাছে যে অনেক দেনা।

জীবনপথের প্রতি বাঁকেই
দেখছি তিনি দাঁড়িয়ে থেকে--
নির্দেশনায় মগ্ন থাকেন
পথ-হারানো পথিক ডেকে।

লেখায়-আঁকায়-গানে তিনি
জীবনরসের পাত্র ভরেন,
তাঁর থেকে নিই খামতি যে-যার
আঁধার পথে আলো ধরেন।

সব বয়সীর সঙ্গী তিনি
উজ্জীবনের মন্ত্রদাতা,
তাই তো সবার হৃদয়ে তাঁর
অনড় অটল আসন পাতা।

তাঁকে নিয়েই এই জীবনে
প্রেমে পূজায় আরাধনায়--
সঙ্গীতে পাই পন্থা খুঁজে
দুর্ভাবনার দিন চলে যায়।

সমকালের ডিঙিয়ে বেড়া
বিশ্বমানব রবীন্দ্রনাথ,
বিস্ময়ে তাই অনুসৃত
হয়নি তো কেউ আজও অনাথ।

..........
 
কান্তিলাল দাস, কিসমত অপূর্বপুর, সিঙ্গুর, হুগলি




 

No comments:

Post a Comment