কবিতা ।। আমার রবীন্দ্রনাথ ।। সুদীপ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। আমার রবীন্দ্রনাথ ।। সুদীপ ঘোষ

আমার রবীন্দ্রনাথ

সুদীপ ঘোষ


জমিদারের ছেলে তবু নেই সে জমিদারি
সাহিত্যে তার বিচরণে নেইকো তারে জুড়ি।

লিখেছিলেন একদা যিনি কাব্য গীতাঞ্জলি
কৃষ্ণচূড়া লাল- পলাশে দেবো তারে অঞ্জলি।

ইংরেজি তে দখল এতো তবু বাংলাভাষী
এ সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

সেথা গেলে প্রাণ জুড়াবে শান্তিনিকেতনে
অনন্য এক কীর্তি কবির শীতল করে প্রাণে!

বিশ্বজোড়া খ্যাতি এত যায় না বলা শেষ
কবি কথা বলতে আমার রাত্রি অবশেষ।

প্রণতি করি ওগো কবি দিও গো আশীর্বাদ
আশীষে মোরে ধন্য করো ওগো রবীন্দ্রনাথ।

     ---------

সুদীপ ঘোষ
বাটানগর

No comments:

Post a Comment