ছড়া ।। চুরুলিয়ার দুখু ।। শম্ভু সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

ছড়া ।। চুরুলিয়ার দুখু ।। শম্ভু সরকার

চুরুলিয়ার দুখু

শম্ভু সরকার


চুরুলিয়ার ছোট্ট দুখু দুরন্ত এক ছেলে

হাঁটছে দেখো জীবন পথে হাজার বাঁধা ঠেলে।

নরম হাতে ভাঙছে পাথর পিতৃহারা কিশোর

চারিদিকে আঁধার তবু ভীষণ মনের জোর।

কাজের খোঁজে ঘুরে বেড়ায় পড়াশোনা ছেড়ে

জীবন যুদ্ধে কিছুতেই সে চায়না যেতে হেরে।

পড়াশোনায় মেধাবী খুব বাঁধতে পারে গান

দেশের সেবায় সামিল হতে প্রাণ করে আনচান।

বিদ্রোহ যাঁর রক্তে লেখা বারুদ ভরা বুকে

অত্যাচারে চিরদিনই দাঁড়াবে সে রুখে।

সেই ছেলেটির তেজ দেখে তাই শত্রু আঁটে ফন্দি

রাজরোষে হয় বারে বারে কারাগারে বন্দী।

তবুও তার কলম চলে আগের চেয়েও জোরে

দেশ মা যে তার উঠবে জেগে স্বাধীনতার ভোরে।

সম্প্রীতির ঐ সুতোয় গাঁথা হরেক রকম ফুল

তোমার গলায় পরালাম আজ প্রানপ্রিয় নজরুল।

No comments:

Post a Comment