কবিতা ।। বিদ্রোহী বীর ।। অধীর কুমার রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। বিদ্রোহী বীর ।। অধীর কুমার রায়

বিদ্রোহী বীর

অধীর কুমার রায়


"বল বীর--

বল উন্নত মম শির!"


হে নজরুল,

তোমাকে স্মরণ করি দারুণ এই দুর্দিনে। 

চারিদিকে আজ অত্যাচারের কালো পাহাড়। 

অন্যায়ের মেঘ জমেছে সমাজে।

অনিয়ম,বেনিয়মে কাঁপছে সমাজ। 

প্রেমে চলছে ধোঁকাবাজি,দয়িতা কাঁদে।

আদালতে নেই ন্যায়বিচার।

রাজনীতি নয়, রাজার নীতি,

শুধু রক্তের হোলি,কুকর্মের আঁতর ঘর। 

চাকরি বেচে কোটিপতি সব্জি ওয়ালা।

হিন্দু মুসলিম করে মারামারি, 

এক বৃন্তে ফুটছে না ফুল।


যেদিকে তাকাই  উড়ছে শুধু 

অনিয়মের ঘুর্ণিঝড়। 

দেখে শুনে আর পারিনা সইতে। 

তাই এই পেতেছি হাত নত করি শির

দাও তোমার অগ্নি ঝরা শানিত কলম,

কর আর্শীবাদ। 

সমাজের বৈষম্য,বেনিয়মের ঝুঁটি ধরে

পারি যেন আগুনের চিতায় পোড়াতে। 


                      ------


            





No comments:

Post a Comment