কবিতা ।। রবি কথা ।। তপন মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। রবি কথা ।। তপন মাইতি

রবি কথা 

তপন মাইতি


এমনভাবে থেকে গেছো
সবার মধ্যে তোমাকে ছাড়া সব অচল 
কোথায় নেই তুমি? সহজপাঠ থেকে 
জীবনের শেষের কবিতা পর্যন্ত 

তুমি বাঙালির তিনকাল এক হয়ে যাওয়ার মত 
ছেড়ে দেব বললে ছেড়ে দেওয়া যায় না 
যত তোমাকে ভুলে থাকার চেষ্টা করি 
তত বেশি মনে পড়ে তোমাকে...

বাঙালির ঘরে ঘরে দেওয়ালে দেওয়ালে 
দেবতার মত মালা পাও রবিঠাকুর 
আমরা ঠাকুর বলতে তোমাকেই বুঝি 
গুরুদেব কবিগুরু তোমাকেই বুঝি 

তুমি পঁচিশে বৈশাখ কিংবা বাইশে শ্রাবণ শুধু নও 
তুমি গীতবিতান কিংবা গল্পগুচ্ছ শুধু নও 
তুমি সহজ পাঠ কিংবা মানসী কাব্যে শুধু নও 
তুমি ঋষি কিংবা দার্শনিক শুধু নও!

তুমি আমাদের কাছে একটা ভারত রত্ন বিশ্বকবি 
আধুনিক জীবনের শিল্প সাহিত্য সংস্কৃতির ধারক ও বাহক 
মন দেওয়ালে দেওয়ালে রাঙিয়ে রাখা রবিঠাকুর 
আমাদের শৈশব থেকে মৃত্যু ছাড়িয়ে আজন্ম কাল। 

তুমি তো দুই বাংলার জাতীয় সংগীতের মত
সারা বিশ্বের সেটি বলার আর দরকার পড়ে না
তুমি তো আমাদের বাঁচা মরার আশা ভরসা 
তুমি তো প্রেমে অপ্রেমে বিরহ শিক্ষা জীবনে মরণে

শয়নে স্বপনে চেতনে জাগরণে 
হাসিতে খুশিতে ভাল মন্দে জোয়ার ভাটায় 
প্রকাশিত ফুলের মত সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক 
তুমি তো সর্বজনীন সবার কাছে। 

================
তপন মাইতি
গ্রামঃ পশ্চিম দেবীপুর; পোঃ দেবীপুর; থানাঃ মৈপীঠ কোস্টাল; জেলাঃ দঃ২৪পরগণা; পিন-৭৪৩৩৮৩; 

No comments:

Post a Comment