কবিতা ।। পঁচিশে বৈশাখ দিল ডাক ।। উৎপলেন্দু দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। পঁচিশে বৈশাখ দিল ডাক ।। উৎপলেন্দু দাস

পঁচিশে বৈশাখ দিল ডাক

উৎপলেন্দু দাস


যে দিনগুলি গিয়েছিল ভেসে উড়ে আসে
বৈশাখের পঁচিশে গান গায় খোলা হাওয়ায় 
আগুনের উৎসবে প্রবল বিশ্বাসে
পুরাতনের দহনে নূতন প্রাণের উচ্ছ্বাসে।

পঁচিশে বৈশাখ দিয়েছিল ডাক ওরে আয় 
সদরে অন্দরে চাই আলো চাই দিশা
কন্ঠে প্রাণের ভাষা বাঙালির আত্মায়
খোয়াই ছুঁয়ে পদ্মার পাড়ে ডেকে যায় ।

কত ফুল ফোটে চারিদিকে কত আঘ্রাণ
ভরে থাকে মায়াবী বাংলার বুক
অমলেরা এখনো পেতে রয় কান 
এসো পঁচিশে বৈশাখ শুনি জীবনের জয়গান।

এত মৃত্যু এত যন্ত্রণা দুঃসহ হাহাকার মাঝে
অকূল পারাবারে যাত্রীরা নিঃসম্বল অসহায়
সাগর হয়েছে উত্তাল আকাশ ভয়ঙ্কর সাজে
তবুও তোমার অমর বাণী শঙ্খধ্বনি হয়ে বাজে ।

হে ঋষি কবি, তুমি দ্রষ্টা এই পৃথিবীর নীড়ে
তোমার কণ্ঠে ছিল মহামানবের আহ্বান
ছেড়ে দিয়ে তাই বেঁধেছে কাল প্রেমের নিগড়ে
পঁচিশে বৈশাখ পূজার দিন বাঙালির অন্তরে । 


================
ডাঃ উৎপলেন্দু দাস
২৭/৫১, ক্ষেত্র মোহন নস্কর রোড
কলকাতা ৭০০০৪০





 

No comments:

Post a Comment