Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

স্মৃতিকথা ।। বিদ্যালয়ের প্রথম দিনটি ।। রত্নদীপ মুখার্জী

বিদ্যালয়ের প্রথম দিনটি 

রত্নদীপ মুখার্জী 


বিদ্যালয়ের প্রথম দিনটি সকলের কাছেই একটি স্মরণীয় দিন। আমার ক্ষেএেও  তাই ব্যতিক্রম না। সেই দিনের প্রতিটি মুহূর্তই আমার স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে। বিদ্যালয়ে প্রথম দিন আমি মায়ের হাত ধরে গিয়েছিলাম, দূর থেকে বিদ্যালয়টিকে দেখে আমার ভয় করছিল। মনে হচ্ছিল যেন এক অজানা জন্য। বিদ্যালয়ের গেট থেকে ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করেছিল। কিন্তু কখন যেন মায়ের হাত ছেড়ে বিদ্যালয়ের একজন শিক্ষক মহাশয়ের হাত ধরে শ্রেণীকক্ষে পৌঁছে গিয়েছিলাম, যেখানে আমার মতোই পঞ্চাশ-ষাট জন ছেলে ছিল। প্রথম পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর আমার পাশে বসে থাকা ছেলেটির সঙ্গে আলাপ করেছিলাম। ধীরে ধীরে বাকি সবার নাম জানতে ও তাদের চিনতে শুরু করেছিলাম। তারপর টিফিন বেলায় সবাই একসাথে টিফিন ভাগ করে খেয়েছিলাম। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা প্রত্যেক ক্লাসের সময় এসে আমাদের সঙ্গে পরিচয় করেন। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের নিয়মকানুন আমাদের বলেছিলেন। তাদের আন্তরিকতায় বিদ্যালয় সম্পর্কে সবরকম ভয় মন থেকে দূর হয়ে গিয়েছিল। সেই ছিল পথ চলতে শেখার শুরু। প্রথম দিনের সেই সুন্দর অভিজ্ঞতা বিদ্যালয় জীবনের বাকি দিনগুলিতে একইভাবে অপরিবর্তিত ছিল।
           তারপর ক্রমশ প্রাথমিক বিদ্যালয়, উচ্চবিদ্যালয় শেষ করে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে কলেজে ভর্তি হলাম। কিন্তু প্রথম যেদিন কলেজে গেলাম বাবা অথবা মা কেউই আমার সাথেই যায়নি, আমাকে একাকেই যেতে হয়েছিল। নতুন জায়গায় একটু অসুবিধা হলেও, যেহেতু আমি এখন বড়ো হয়েছি , তাই আমাকে একাকেই কলেজ যেতে হয়েছিল। ধীরে ধীরে সকলের সাথে আলাপ হয়ে গেল, খুব সহজেই বন্ধুদের সঙ্গে মিশে গেলাম।
               কিন্তু আজ বিদ্যালয়ের সেই আনন্দ আর নেই। অধিকাংশ পথ আমাকে একাকেই যেতে হয়। এখন নিজের সঙ্গে নিজেকে লড়াই করতে হয়। আজও কলেজে টিফিন নিয়ে গেলে একাকেই খেতে হয়, ভাগ করে খাওয়া আর হয়ে ওঠেনা। সেই পুরানো বন্ধুগুলো আর নেই, এখন সবাই বিভিন্ন দিকে সরে গিয়েছে। বন্ধুর জন্য পাশের জায়গা ধরে রাখাও আর নেই। আজও মনে পড়ে সত্যি স্কুল জীবনটা কত সুন্দর ও গুচ্ছিত ছিল।

                             ===========


Name :- Ratnadeep Mukherjee 
Vill +po :- Dihibhurshut 
Dist:- Howrah
Pin:- 712408

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল