কবিতা ।। হারিয়ে যাওয়া একতারা ।। সবুজ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। হারিয়ে যাওয়া একতারা ।। সবুজ সরকার

হারিয়ে যাওয়া একতারা 

সবুজ সরকার


এখনো বিকেল হলে
পৃথিবী যখন এলো চুলে ক্লান্ত হয়ে বসে,
পশ্চিম আকাশে যখন রং নিয়ে খেলা খেলা যুদ্ধ,
আমি সঞ্চয়িতা নিয়ে বসি;
সারারাত না ঘুমানো চোখ
উদ্ভ্রান্ত উপোসী সকালের আশ্রয়
ঐ মোরাম বিছানো পথের মহাকাব্য।

আমি তোমার অলস দুপুরের জাপান যাত্রী
ছবির পরে আঁকা ছবি
জীবন সে যে নিছক জীবন নয়,
সে জীবনের মাঝে লুকিয়ে আছে এক মহা জীবন
সে এক আশ্চর্য কথোপকথন ।

আমি কান পেতে থাকি,
সোনাঝুরির মাঠ
বিদেশি পর্যটক আর গ্লোবালাইজেশন
আমি খুঁজি হারিয়ে যাওয়া একতারা
কোপাই নদীর ধারে
নাম না জানা এক পাখি
সারারাত ডেকে যায়।

______________________

সবুজ সরকার, মালদা

No comments:

Post a Comment