কবিতা ।। মা ।। পূজা সিংহ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। মা ।। পূজা সিংহ রায়

মা

পূজা সিংহ রায়


সযত্নে গর্ভে জায়গা দিয়ে
মিষ্ট ভার বহন করে
প্রসব বেদনা উপেক্ষা করে
সুন্দর অবয়বে চোখ ফোটালে।
অজানা অচেনা বৃহৎ জগত টারে
তোমার নজর দিয়ে আলোকময় করে
পরিচয়পর্বের সূচনা ঘটালে।
প্রথম ডাকে তোমার সাড়া,
কোলের উষ্ণতায় পরম সুখ পাওয়া
আলিঙ্গনে আলতো ছোঁয়া।

তোমা মাঝারে অসীম শক্তি,
স্নেহ, মমত্ব, ভালোবাসা
তোমার আজীবনের উক্তি।
তোমার ভাষার পসরা মেলে
শেখালে কথা খেলার ছলে।
হাঁটি হাঁটি পা পা বুলি দিয়ে
ছন্দে ছন্দে দিলে যে এগিয়ে।
অন্তহীন ধৈর্যশীলা জননী তুমি
তিলে তিলে পরিচর্যার উপাদানে
মানুষ করে দাঁড় করিয়েছো জগৎ সদনে।
পছন্দ অপছন্দের তালিকা তোমার মুখস্থ
তুমি জানো বিস্তৃত সব পথের দৈর্ঘ্য-প্রস্থ।
মা গো তোমার আঁচলের গন্ধ
মনের ঘরে এক বিশাল প্রবন্ধ।
ওই আঁচল খানি সবথেকে নিরাপদ আশ্রয়
নাই কোনো ভয়, নাই পরাজয়।
শিক্ষার খাতায় হাতেখড়ি দিয়ে
তুমি মা গো প্রথম শিক্ষা গুরু।
মানবতার দীক্ষায় দীক্ষা দিয়ে
তুমি আমার দীক্ষা গুরু।
কোমলপ্রাণ, সেবাপরায়ন, ধর্মপ্রাণ
তোমারে দেখলে হয় সব জ্ঞান।
তুমি আধারে দেবী দর্শন
সুগন্ধি ও পুষ্পে সাজানো কানন।

===========

পূজা সিংহ রায়
 বোলপুর, বীরভূম 

No comments:

Post a Comment