দুটি কবিতা ।। তুষার ভট্টাচাৰ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

দুটি কবিতা ।। তুষার ভট্টাচাৰ্য


দুটি কবিতা ।। তুষার ভট্টাচাৰ্য


হৃদয়ের চান ঘরে


অনেক না বলা গল্প কথা উড়ে যায়
ওই মেঘ দেশে নিরুদ্দেশে
প্রেমিক পাখিরা আর উড়ে আসে না
 দু'ডানায় ভোরের মায়াবী রোদ্দুর মেখে;
যেটুকু শ্রাবণ মেঘ ভেসে আসে
খোলা জানালায়
তাতে লেগে থাকে শুধু অশ্রু জল
পরান্মুখ হৃদয়ের চানঘরে জাগে না
আর ভালবাসার কোলাহল  ;
কীভাবে  জানবে তুমি ভালবাসা আসলে
 ভ্রান্তিবিলাস সাক্ষাৎ মরণ
 মায়া কাজল ঈশ্বরীর পৃথিবীতে 
কে আর অনাহুত  প্রথম প্রেমিককে
 মনে রাখে প্রতিক্ষণ !


অলীক মায়াজাল


কোলাহলহীন নিঝুম জোছনা রাতে রাতপরীদের
শান্ত গান ভেসে আসে  হৃদয়ের আলপথে
 আমি বকুল বাতাসে আতরের গন্ধে জেগে উঠি; অবাধ্য যৌবনের অলীক মায়াজাল
আমাকে ডেকে নিয়ে যায় ভালবাসার
সংশয়ের পাঠশালায়;
শীতপ্রথা ভেঙে নিষেধের সমস্ত বেড়াজাল ডিঙিয়ে
চলে যেতে ইচ্ছে করে
রাতপরীদের ভূগোল শরীরে আগুন জ্বালাতে। 


 =========

তুষার ভট্টাচাৰ্য 
পো : কাশিমবাজার 
বহরমপুর, মুর্শিদাবাদ l 742102

No comments:

Post a Comment