কবিতা ।। বার্ধক্যের অনুভূতি ।। প্রদীপ কুমার সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। বার্ধক্যের অনুভূতি ।। প্রদীপ কুমার সামন্ত


বার্ধক্যের অনুভূতি 

প্রদীপ কুমার সামন্ত


এই বেশ ভাল আছি , বেশ আছি
অজস্র চিন্তার ঢেউ নেই, কেউ নেই ।

নীরব যন্ত্রণা বুকেতে কাঁদে না
এলোমেলো স্বপ্ন চোখে ভাসে না
রঙিন বসন্তের মধুমাসে পলাশের আভায়
                মন আজ রাঙে না
উষ্ণতার ছোঁয়ায়, শারীরী খেলায়
            স্নিগ্ধ হয় না অবুজ মন  ।

শারীরী সেতারে শুদ্ধ রাগিনি বাজেনি
সত্য-মিথ্যার হিসাব মন চায় নি
মন যেন আজ নির্বাসিত কোন্ অতলান্তে
           জীবনের নিশ্চল প্রহরে
           সবই যেন রিক্ত , নিঃস্ব
জীবন সায়াহ্নে, বার্ধক্যের দ্বারে এসে
       এ যেন এক অদ্ভুত অনুভূতি ।

================
প্রদীপ কুমার সামন্ত / সম্পাদক- দীপশিখা / উমেদপুর, পোষ্ট- চাউলখোলা, জেলা- 24 পরগণা , পিন্- 743377

No comments:

Post a Comment