কবিতা ।। আমাদের দুখুমিঞা ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, May 16, 2024

কবিতা ।। আমাদের দুখুমিঞা ।। দীনেশ সরকার

আমাদের দুখুমিঞা

দীনেশ সরকার


চুরুলিয়ার দুখুমিঞা গরিব ঘরের ছেলে
লেটোর দলে নাম লেখালো লেখাপড়া ফেলে।
লিখতো গান আর গাইতো নিজে, ঘুরতো দলের সাথে
খেয়ে পরে' প্রাণটা যদি বাঁচে দুধেভাতে।

বৃটিশ সেনায় ভর্তি হয়ে রাইফেল নিলো করে
মনটা যে তার পড়েই ছিল নদী-মাঠ প্রান্তরে।
রাইফেল ফেলে কলম তুলে মগ্ন গান-কবিতায়
ভারতমাতার শৃঙ্খলমোচন করতে কলম গর্জায়।

ঝরলো আগুন কলমে তার, কন্ঠে শিকলভাঙার গান
লৌহকপাট ভেঙে ফেলার করলো সে আহ্বান।
দেশমাতৃকার চরণতলে লেখা আছে যার নাম
দুখুমিঞাই সেই বিদ্রোহী, কবি নজরুল ইসলাম।

আজও ছড়া 'লিচু চোর' ছোটদের অতি প্রিয়
'খুকি ও কাঠবেড়ালি' যে তেমনই রমণীয়।
গান-কবিতায় সিদ্ধহস্ত কাজী নজরুল ইসলাম
জন্মতিথির পুণ্য লগ্নে হে বীর, তোমায় প্রণাম।

***************************************

দীনেশ সরকার,
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর - ৭২১৩০৬



No comments:

Post a Comment